মাঈন উদ্দীন এর কবিতা ‘আমার আর প্রেমিক হওয়া হলোনা’
আমার শুভাকাঙ্খীরা আমার কবিতা নিয়ে আতঙ্কে
তাদের আতঙ্কে আমি ভীত হই
বিদ্রোহীর মাত্রা ছেড়ে দেশদ্রোহীর কালি যেন না লাগে
এটিই তাদের প্রত্যাশা এবং কামনা।
ঠিক আছে আমি আর বিদ্রোহী কবিতা লিখব না
এবার থেকে প্রেমের কবিতা হবে শুরু
ফুল হাতে দাঁড়িয়ে আমি
অপেক্ষার প্রহর গুনছি মনে মনে
কখন আসবে প্রেমিকা
তাকে আমি প্রেমের কবিতা শোনাবো।
হঠাৎ আমার ফোনে একটি বার্তা এলো
আমার প্রেমিকার পাঠানো
লেখা তাতে- "অপেক্ষা করে লাভ নেই
আমি আসবো না,তুমি প্রেমের অযোগ্য।
এখনকার যুগে একটি ফুল আর
একমুঠ বাদাম দিয়ে প্রেম হয় না,
কাচ্চি ডাইন, কাচ্চি ভাইতে যেতে হয়
অথবা চাইনিজ রেস্টুরেন্ট
তুমি মানদাতা আমলের প্রেমিক
ভালো থেকো, ভুলে যাও।"
আমার হৃদয়টা ভেঙে গেলো
আমার অর্থ নেই বলে প্রেমিক হতে পারলাম না
আমার সীমিত আয় মুদ্রাস্ফীতির কাছে ধরাশায়ী
আমার কি দোষ বলো?
আমার আর প্রেমিক হওয়া হলো না
হলো না আর প্রেমের কবিতা শোনানো
এর দায় নেবে কে?
নিশ্চয়ই সরকার! সরকারের শাসন ব্যবস্থা!
এটি বলাও কি রাষ্ট্রদ্রোহ হবে?
জানিনা আমার ভাগ্যে কি আছে
মাঝে মাঝে খুব ভয় হয়,
দুঃখ শুধু একটাই
আমার আর প্রেমিক হওয়া হলো না।
ডিএসএস/