মামুন আজাদের দু’টি কবিতা
সিংহের কোনো প্রভূ নেই
কথা বলা নিষেধ, নিষেধ লেখা-চোখা
চিন্তা করা নিষেধ, নিষেধ কান্নাই
নিষেধাজ্ঞা লাশ সনাক্তকরণে!
অতএব হে মহামান্য
আমাকে রূপান্তরিত কর ঘোড়াতে
আমার পিঠে সওয়ারী হয়ে চাবুক চালাও হরদম
আমাতে ও এখনো যারা মানুষ, তাদের মাংসল পাছায়
প্রভুভক্ত ঘোড়া হয়ে শুধু ঘাস খেয়ে কাটাবো জীবন।
অথবা বানাতে পারো প্রভুভক্ত কুকুর
তোমার পায়ের কাছে থাকবে স্থান
দু'চারটে হাড় দিয়ো হররোজ
অমাবস্যা আর পূর্নিমা রাতে
পাহারা দেবো তোমায়!
কিন্তু
প্রিয় মহামান্য প্রভূ আমার
খুব সংগোপনে
মাঝে মাঝে আমার সিংহ হতে মন চাই
আর
জানোতো, সিংহরা প্রভুভক্ত নয়!
কামিকাজি ড্রোন
আমি 'ইউসুফের' মতো সত্যবাদী হতে চাই
জানি আবার তোমরা আমাকে নিক্ষেপ করবে
গভীর কুয়ায়
বিক্রি করবে ক্রীতদাস হিসাবে
তবু আমি বলতে চাই এবং বলবো
তোমরা চুরি করেছো আমার ঘর
আমার বাগান, রাস্তা, পুকুর, নদী
তোমরা চোখের সামনে লুট করছো
আমার স্ত্রীর সম্ভ্রম
আমার গান, কবিতা, গল্প
কিন্তু আমাদের হৃদয়কে চুরি করতে পারোনি
কেননা হৃদয়ে থাকে
প্রেম, স্নেহ, ভালোবাসা
আর হৃদয়ের ঠিক উল্টো পিঠে
কি থাকে জানো !
কামিকাজি ড্রোন!