শাকিল ইসলাম এর কবিতা 'খেরোর খাতা'
বাঙালির নববর্ষের অন্যতম অনুষঙ্গ,
অক্ষিপটে ভেসে ওঠে একটি লাল রঙ্গ;
হালখাতার কথা শুনলেই খেরোর খাতা,
মলাটে সিঁদুর দিয়ে আঁকা চিহ্ন স্বস্তিকা।
নতুন বছরের পয়লা বৈশাখের দিন,
হিসাবের অঙ্কে বাঙালি জীবন মলিন।
অবিভক্ত ভারতবর্ষে মুসলিম শাসনে,
হালখাতা মিশে যায় বাঙালির জীবনে।
বছরের প্রথম দিন জমিদারের খাজনা,
ব্রিটিশের রেওয়াজে নেই তালবাহানা ;
সারাবছরে লেনদেনের পুরাতন হিসাব,
নতুন খেরোখাতায় লালসালুর কিতাব।
ব্রিটিশ শাসিত জমিদারের ঐ কাচারি,
নববর্ষের প্রভাতে কৃষকের আহাজারি ;
ঋণের সুদের বিনিময়ে সবার মিষ্টিমুখ,
দেনার বোঝা লঘুচিত্তে কেড়ে নিত সুখ।
মুঘল সাম্রাজ্যের পতনের পরে চূর্ণ দম্ভ,
পয়লা বৈশাখের পুজো দিয়ে শুভারম্ভ;
কৃষকের সুদ মেলাতে কেরানী হতভম্ব,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশ্য কর্ণ কুম্ভ।
কালের পরিক্রমায় অভিজাত ক্রমশঃ
বিলুপ্তির পথে বাঙালীর এই জৌলুষ ;
প্রাচীন ঐতিহ্য খেরোখাতায় লিপিবদ্ধ,
হালখাতা ঐ আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ।
ডিএসএস/