মাঈন উদ্দীন এর কবিতা ভাষার চেতনা
হে আধুনিক বাঙালি, গড়েছো আধুনিক চিন্তাশৈলী
তুমি হারিয়ে ভাষার চেতনা, হয়েছো আধুনা
তোমার ছেলেকে আধুনিক বানাবে বলে
ইংরেজি ভাষা শেখাবে ভাবলে
আহ! কি অতি উত্তম
বাংলাকে ফেলে খুঁজলে ইংলিশ মাধ্যম!
তুমি তাকে ইংরেজি পন্ডিত বানাতে চাও
ভুলিয়ে দিতে চাও বাংলা ভাষাটাও
তোমার ছেলে বাংলা জানে না, গর্ভে ফাটে বুক
বাংলাকে ভুলে তুমি খুঁজে ফিরো মিথ্যা মনের সুখ!
একুশ এলে প্রভাত ফেরিতে যখন, দেখি তোমার মুখ
হৃদয়টা ভেঙে যায় আমার, বাড়ে মনের দুখ
অথচ বাংলা ভাষার জন্য, বাঙালি হয়েছিল হন্য
করেছিল শপথ, লাল রঙে ভিজেছিল রাজপথ।
রাস্তা দিয়ে হেটে যাই, কানে ভাসে বাংলিশ
রাস্তার দু'ধারে দেয়ালিকায় শুধু ইংলিশ আর ইংলিশ।
হে আধুনিক বাঙালি, বাংলাকে করেছো অপমান
স্কুল কলেজে বিজয় দিবসেও বেজে ওঠে হিন্দি গান
তাহলে ভাষা শহীদেরা কেনো দিয়েছিল প্রাণ?
বাংলা ভাষা আটকে গেছে প্রভাত ফেরীর উদযাপনে
উর্দুরা চলে গেছে, ইংরেজরা বুঝি এলো ফিরে
তবে কি তুমি উর্দুভাষী শাসকের মত সম অপরাধী নও?
সময় রয়েছে এখনো, বাংলার প্রতি দরদী হও।
ডিএসএস/