রসময় ভট্টাচার্য্য এর কবিতা নিরাশ
বই পুস্তক লেখক পড়ি
মন বলে সব ভাসা ভাসা
গভীর তত্তের কথা নেই
লালন কী আরজের ভাষা।।
রস,কাব্য,সাহিত্য আছে
ধর্মান্ধের ফুলকিও নাছে
উচ্চ চিন্তার খোরাক যে নেই
জ্ঞানীর চোখে ঘোর হতাশা।।
নিম্ন মন আর শকুন দৃষ্টি
বুদ্ধি বিবেক হয়না সৃষ্টি
সত্যের দেখা মিলেনা তায়
ভেঙ্গে পড়ে সব ভরসা।।
বই লিখেন হাজার শতেক
গল্প আছে লাখ কয়েক
আসল গল্প পাইনা খুঁজে
কেমনে পুরাই মনের আশা।।
কাব্য লিখে হলেন কবি
প্রশংসা আর আছে সবই
চিন্তা শক্তি নয় ত
মনের ঘর তার ভুলে ঠাসা।।
রসিক বলে এমন হলে
ললাটে কী আলো জ্বলে?
ডুববে জাতি ঘোর আঁধারে
পূর্ণিমা চাঁদ হয় দূরাশা।।
গভীর তত্তের কথা নেই
লালন কী আরজের ভাষা।।
ডিএসএস/