ভালোবাসায় ভরে উঠুক বাঙলা ক্যাম্পাস
ইতালির সেন্ট ভ্যালেনটাইন্সের স্মৃতিকে স্মরণ করে প্রচলন হয় বিশ্ব ভালোবাসা দিবসের । ইতিহাস জানা থাকুক আর না থাকুক ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ।
স্বপ্ন ভালোবাসার জায়গায় লালিত সরকারি বাঙলা কলেজ । ৬১ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে মাথা উঁচু করে মিরপুরের বুকে দাঁড়িয়ে আছে আমাদের এই ক্যাম্পাস । ২৫ একরের এই ক্যাম্পাসে রয়েছে ভালোবাসার নানা স্মৃতি কথা। রয়েছে অমায়িক সৌন্দর্যের ভ্রাতৃত্বের বন্ধন, বন্ধু ও বন্ধুত্ব ভালোবাসা, সফলতা ছিনিয়ে আনার অফুরন্ত ইচ্ছাশক্তি। আমাদের এই ক্যাম্পাসে রয়েছে নানা রকম সীমাবদ্ধতা, জড়িয়ে আছে আবেগ, অনুভূতি, মায়া, মমতা স্নেহ ডোরে বেঁধে রাখে ।
‘ভালোবাসি, ভালোবাসি-এ সুরে কাছে দূরে জ্বলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি...’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ গানের সুর এখন বাজছে যেন প্রকৃতিতে। সেই সুর আবার ঢেউ উঠুক সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের বুকে ।
কারও কারও মতে, ভালোবাসার আবার দিনক্ষণ কীসের! প্রতিটি দিনই প্রিয় মানুষকে ভালোবাসার দিন। ভালো রাখার আপ্রাণ চেষ্টা। কিন্তু কেউ কেউ সে মতকে উড়িয়ে দিয়ে ভালোবাসা দিবসের ওপর জোর গুরুত্ব দেন। ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসায় ভরপুর একটি মাস। বিশেষ করে তরুণদের জন্য এই মাস একটু বাড়তি উচ্ছ্বাসের, উদ্দীপনার । কেউ কেউ অধীর অপেক্ষার প্রহর গোনেন এ মাসের জন্য। তার হাতে হাত রেখে কল্পলোকে স্বপ্নের ঘোড়া ছুটিয়ে বেড়াবে অনন্তকাল ভেবে।
আসছে ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। এই দিবসের সকাল থেকেই বাঙলা ক্যাম্পাস হয়ে ওঠে ভালোবাসার রঙে রঙিন। গোলাপের বিনিময় আর হাতে হাত রেখে চলতে চলতে পথও যেন গান ধরছিল কবিগুরুর ভাষায়,‘. ভালোবাসি পরাণ ভরি. 'ক্যাম্পাসে পড়ন্ত বিকালে লাভ রোডের পথচলা থেকে ফারুক চত্বর, ছাতিম তলা কিংবা কেন্দ্রীয় খেলার মাঠে গায়ে পাঞ্জাবি, রঙিন শাড়ি হাত ভর্তি লাল চুড়ি কিংবা হাতে হাতে লাল টকটকে গোলাপ খোঁপায় বেলি ফুলের মালায় বাঙলা ক্যাম্পাস ভালোবাসার মঞ্চ হয়ে উঠুক দিবসটি ঘিরে। ক্যাম্পাস ভরে উঠুক প্রিয়জনের হাতে লাল গোলাপ, বাহারী রঙ্গের ফুল কিংবা সামান্য উপহার ।
ভালোবাসায় ভরে উঠুক সকাল থেকে ক্যাম্পাসে নবীন তরুণ-তরুণীদের আনাগোনায়। প্রিয়জনের হাতে হাত রেখে ভবিষ্যতের সোনালি স্বপ্ন দেখুক ভালোবাসা স্বপ্ন সাথীর ।
শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ
ডিএসএস/