মীর মুর্ত্তজা আলী বাবুর কবিতা যাচ্ছে দিন যাক, দুঃখ কিছু থাক
দিন চলে যায়, কঠিন সময় কাটছে যখন আমার
রেল গাড়িটা যাচ্ছে দ্রুত, সময় নেই কো থামার
আমার বুক ধুক ধুক করে
ইচ্ছেগুলো অকালে যায় মরে।
হাতের রেখা যাচ্ছে ক্ষয়ে
কষ্টগুলো থাকছে রয়ে
আমি আছি দুঃখ সয়ে
দিনগুলো যায় ধুসর হয়ে
তবুও তোমার স্পর্শগুলো আমার দেয় যে নাড়া
আমি তাতেই বাঁচি, তাতেই আমি দিচ্ছি যে আজ সাড়া।
যাচ্ছি পথে
হাটছি পথে
শেষ হয় না চলা
ব্যক্ত করি, তবুও আমার সত্যি কথা, হয় নি আজো বলা।
ভুল করেছি,
ফুল ভেবে যা আঁকড়ে ধরে ছিলাম
আজকে তারে নির্বাসনে দিলাম
ভুলগুলো সব মুছে দিয়ে নতুন করে শপথ আমি নিলাম
ভুল মানুষের সঙ্গ ছেড়ে, সত্যিটাকে আঁকড়ে ধরে
নতুন সময়, নতুন দিনের পথের দিশা পেলাম।
/ডিএসএস