সবুর বাদশার কবিতা অষ্টপ্রহর
সমতল কন্যা
ঝুলিয়ে দিতে চেয়েছিলো ললাটে
ভীতিকর সময়! অতঃপর...
বিপরীত মুখী
পায়ের পদচিহ্ন পড়তে থাকে অবিরত...
নদী কন্যা
টুপ করে চুপ হয়ে গ্যালো..
সাজিয়ে নিলো একটি নতুন কিছু,
বলেছিলো, ভালোবাসা অনন্য
ভালোবাসি তোমায়,
তখন চলছে ধ্যানমগ্ন সময়..
পাহাড়ি কন্যা,
ঢলে ভাসিয়ে নিয়ে গ্যালো
স্বপ্নের ছোট্ট ঘরটিকে...
বন্যা সুখ আনেনা, আর
আপোষহীন স্রোত ও
আপোষ কি জানেনা।
সমুদ্র কন্যা,
হাতছানি দিয়ে ডাকে
থাকে অপেক্ষায়..
যায় দিন যায় রাত
একটি ছাঁয়া হয়ে ওঠে মায়াময়.
প্রেমানন্দ গল্পের ফাঁদ
কবিতা ভাবনার রূপান্তর,
একটি অদৃশ্য দেয়াল
বাধা হয়ে দাঁড়ায়।
পাখি কন্যা
বলেছিলো, উড়ে এসো মগডালে
আমরা বাঁধবো ঘর খড়কুঁটো দিয়ে,
আমরা উড়বো,ঘুরবো, গাইবো,
আমরা ধবল জোছনা গায়ে মেখে
সারারাত আলিঙ্গনে জড়িয়ে থাকবো,
সবাই উড়তে পারে না।
মায়াবী কন্যা
একটি জাল পেতে রেখেছিলো মোহের
খুব সাবধানে পা ফেলে ঝুঝি
মোহ বা আবেগ ক্ষতির কারন,
সামনে বিপদ এর মহোৎসব
পিছন থেকে কে যেনো টেনে ধরে।
হাওয়া কন্যা
ঝড়ের বেগে ঘিরে রেখেছিলো
গতিবেগে দোল খেয়েছিলো মন,
মেঘ বৃষ্টি ঝড়ালে, শান্ত হয়েছিলো সব
মিছে ভালোবাসায় টান থাকে না,
একদিন হাওয়া থেমে যায়...
মানস কন্যা
উঁকি দিলে হৃদয় কোনে
একটি প্রদীপ জ্বলে ওঠে স্বপ্নদ্বীপে
খুব কাছাকাছি মুখোমুখি দুজন
খুব চেনা খুবই আপন
কল্পনায় জেগে উঠতেই পারে
এমন প্রতিচ্ছবি
যাঁকে ভালোবাসা যায়।
/ডিএসএস