আ.লীগ সরকার বাংলাদেশকে পাকিস্তান, উগান্ডার চেয়েও নিচে নামিয়েছে : মান্না
ফাইল ছবি
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে পাকিস্তান, উগান্ডার চেয়েও নিচে নামিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের আরও দুই ধাপ অবনমন হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি
বুধবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে মান্না বলেন, ‘দক্ষিণ এশিয়ায় কেবল আফগানিস্তান দুর্নীতির সূচকে বাংলাদেশের নিচে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও নির্বাচনের আগের বছরে সরকার, সরকারি দল আর আর তাদের অলিগার্করা দুর্নীতির মহোৎসব চালিয়েছে। নির্বাচনের সার্কাস করে যে সংসদ বানিয়েছে তার অর্ধেকের বেশি কথিত এমপি হাজার কোটি টাকার মালিক। পাকিস্তান আমলে ২২ পরিবার ছিল আর এখন আওয়ামী লীগ করলেই কোটিপতি, পদ পেলে শত কোটি আর এমপি হলে হাজার কোটি টাকার মালিক। আর তাদের সাথে আছে এস আলম, সামিট আর দরবেশরা। যারা তাদের ক্যাশিয়ার। ভাগ বাটোয়ারা করে দেশের অর্থনীতিকে খোকলা করে দিয়েছে।’
মান্না আরও বলেন, ‘এদের কেউ ব্যাংক ধ্বংস করেছে, কেউ শেয়ার বাজার লুট করেছে। আর এই সরকার দেশের জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সকল অধিকার হরণ করে একটা লুটের সাম্রাজ্য তৈরি করেছে। ব্যাংকে টাকা নাই, ডলার নাই; কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ নাই। কিন্তু লুটপাট চলছে আগের মতোই। কয়েক মাসের মধ্যে বর্তমান ক্ষমতাসীন দখলদার সরকার দেশকে দেউলিয়া বানিয়ে ছাড়বে।’