স্লোগান শিখতে নেতাকর্মীদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
কখন কোথায় কোন পরিবেশে কোন ধরনের স্লোগান দিতে হয় তা জেনে বুঝে স্লোগান দিতে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘এখন আলোচনা সভা হচ্ছে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, আর শ্লোগান দেওয়া হচ্ছে উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম, রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই। খালেদা জিয়া এখনো কারাগারে বন্দি আমরা তাকে কারামুক্ত করতে পারি নাই দলের চেয়ারপারসন চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, উনাকে আমরা দেশে নিয়ে আসতে পারছি না, এটা কি আমাদের ব্যর্থতা নয়?’
আমি শুধু বলব এতক্ষণ ধরে যারা শুধু স্লোগান দিয়েছেন তারা হয়তো আজকের দিনটির তাৎপর্য জানেন না। জানলে এমনটা হতো না।
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে, স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে রাজপথে নেমে বুকের তাজা রক্তের বিনিময়ে। এখন আপনারা ঘরে বসে শ্লোগান দিয়ে কি বোঝাতে চান, আমি তা বুঝিনা?’
তিনি আরও বলেন, ‘যারা স্লোগান মাস্টার তাদেরকে বলব দয়া করে বিষয় ভিত্তিক শ্লোগান দিতে শিখুন তারপর স্লোগান দিন। ভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে কোন ধরনের স্লোগান দিতে হয় সেটি আগে শিখতে হবে, জানতে হবে এই দিনে আসলে কি হয়ে ছিল তার তাৎপর্য বুঝতে হবে। অযথা স্লোগান দিয়ে হল রুমের পরিবেশ ও আলোচনার পরিবেশ নষ্ট করবেন না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার কারো দয়া নয়, যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান। আজকে স্বাধীনতা হরণের চক্রান্ত চলছে। তাই আসুন ঐক্যবদ্ধ হই, রাজপথে একসঙ্গে শ্লোগান দিব, রাজপথে রক্ত দিব এই শপথ নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই।
দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যেভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন আলোচনা সভা সেখানে স্লোগান দিলে আলোচনা করা সম্ভব নয়, একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে একটি মাইলফলক দিন গুরুত্ব আছে তাৎপর্য আছে। আগামীকাল দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্লোগান হবে রাজপথে আমরা থাকব ততক্ষণ শেখ হাসিনা ক্ষমতায় থাকবে যতক্ষণ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।
এমএইচ/এমএমএ/