সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

স্লোগান শিখতে নেতাকর্মীদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান

কখন কোথায় কোন পরিবেশে কোন ধরনের স্লোগান দিতে হয় তা জেনে বুঝে স্লোগান দিতে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘এখন আলোচনা সভা হচ্ছে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, আর শ্লোগান দেওয়া হচ্ছে উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম, রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই। খালেদা জিয়া এখনো কারাগারে বন্দি আমরা তাকে কারামুক্ত করতে পারি নাই দলের চেয়ারপারসন চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, উনাকে আমরা দেশে নিয়ে আসতে পারছি না, এটা কি আমাদের ব্যর্থতা নয়?’

আমি শুধু বলব এতক্ষণ ধরে যারা শুধু স্লোগান দিয়েছেন তারা হয়তো আজকের দিনটির তাৎপর্য জানেন না। জানলে এমনটা হতো না।

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে, স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে রাজপথে নেমে বুকের তাজা রক্তের বিনিময়ে। এখন আপনারা ঘরে বসে শ্লোগান দিয়ে কি বোঝাতে চান, আমি তা বুঝিনা?’

তিনি আরও বলেন, ‘যারা স্লোগান মাস্টার তাদেরকে বলব দয়া করে বিষয় ভিত্তিক শ্লোগান দিতে শিখুন তারপর স্লোগান দিন। ভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে কোন ধরনের স্লোগান দিতে হয় সেটি আগে শিখতে হবে, জানতে হবে এই দিনে আসলে কি হয়ে ছিল তার তাৎপর্য বুঝতে হবে। অযথা স্লোগান দিয়ে হল রুমের পরিবেশ ও আলোচনার পরিবেশ নষ্ট করবেন না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার কারো দয়া নয়, যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান। আজকে স্বাধীনতা হরণের চক্রান্ত চলছে। তাই আসুন ঐক্যবদ্ধ হই, রাজপথে একসঙ্গে শ্লোগান দিব, রাজপথে রক্ত দিব এই শপথ নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই।

দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যেভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন আলোচনা সভা সেখানে স্লোগান দিলে আলোচনা করা সম্ভব নয়, একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে একটি মাইলফলক দিন গুরুত্ব আছে তাৎপর্য আছে। আগামীকাল দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্লোগান হবে রাজপথে আমরা থাকব ততক্ষণ শেখ হাসিনা ক্ষমতায় থাকবে যতক্ষণ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

এমএইচ/এমএমএ/

Header Ad
Header Ad

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন,

আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ পাচার হওয়া অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিশাল অঙ্কের অর্থ ব্যবহার করা হচ্ছে। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের দোসররা যদি এই অপচেষ্টা চালিয়ে যায়, তাহলে তাদের ঘুম হারাম করে দেব।"

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই ও মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন উপদেষ্টা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রোববার মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা অভিযোগ করেছে, সরকার দেশের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা যা করা দরকার, আমি তা করব। তাই পদত্যাগের প্রশ্নই আসে না। বরং অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "আগামীকাল থেকে টহল ব্যবস্থা আরও জোরদার করা হবে। সন্ত্রাসীরা কোথাও বসতে, দাঁড়াতে বা ঘুমাতে পারবে না। ‘ডেভিল হান্ট’ কার্যক্রমের মাধ্যমে আমরা নিশ্চিত করব, যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তারা কোথাও নিরাপদ আশ্রয় না পায়।"

স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কোনো ধরনের ছাড় দেব না।"

Header Ad
Header Ad

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ।

তিনি বলেন, আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান। প্রতিদিন তিনি ওই সময়ই দোকান থেকে বাসায় যান।

“আজ বাসায় ঢোকার আগ মুহূর্তে তাকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন। তারা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তারা ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে ওই ব্যক্তি জানিয়েছেন।"

এদিকে এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন লোক আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চলে যায়।

আহত আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই তাকে গুলি করে ও কুপিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা।

ওসি আতাউর রহমান বলেন, "আমরা ঘটনাস্থলে আছি। আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করছি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

 

Header Ad
Header Ad

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে ছাত্রশিবির এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

আহতদের মধ্যে রয়েছেন ওমর ফারুক সাগর, রেদোয়ান ইসলাম, জাহিদুল ইসলাম, মোহাম্মদ কাইফ ও মোরশেদুল ইসলাম। তারা বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক সাগর বলেন, “চট্টগ্রাম কলেজে আজ ক্রীড়া প্রতিযোগিতা ছিল। আমন্ত্রণ পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু শেরেবাংলা হলের সামনে পৌঁছানোর পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা আচমকা আমাদের ওপর হামলা চালায়। তারা আমাকে উদ্দেশ্য করে বলে, ‘ছাত্রদল নেতা ফারুক চট্টগ্রাম কলেজে থাকতে পারবে না।’ এরপর আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, "হামলাকারীরা শিবির নেতা শামীম আব্দুল্লাহর নেতৃত্বে ৩০-৩৫ জন কর্মী নিয়ে হামলায় অংশ নেয়। তারা আমাদের মারধর করে এবং কলেজে ছাত্রদলের উপস্থিতি নিষিদ্ধ করার হুমকি দেয়। বিষয়টি আমরা চকবাজার থানার ওসি ও বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছি। তারা যে নির্দেশনা দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি তানভীর হোসেন জুয়েল। তিনি বলেন, “আপনারা জানেন, চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাই আমরা কোনো গ্যাদারিং করিনি এবং কলেজের বাইরে সংগঠনের কার্যক্রম চালাচ্ছি।

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখেছি, ছাত্রদল বহিরাগতদের নিয়ে কলেজে ফরম বিতরণ করছিল। তাদের কোনো কলেজ ড্রেস বা আইডি কার্ড ছিল না। তখন কিছু সাধারণ শিক্ষার্থী তাদের বাধা দেয় এবং জানায় যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তখনই উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। কিন্তু এটি রাজনৈতিক হামলা নয়। যদি ছাত্রশিবির হামলা করত, তাহলে তাদের নাম ও পদ-পদবি প্রকাশ করা হোক।”

এ বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, "ছাত্রদলের নেতাকর্মীরা আমার কাছে বিচার দিয়েছে যে, তারা লিফলেট বিতরণ করার সময় কিছু ছেলে এসে তাদের টানাহেঁচড়া করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমি তাদের ডেকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে, বার্ষিক ক্রীড়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা এসে জটলা করছিল এবং তারা বহিরাগত। এরপর আমি উভয়পক্ষকে কিছুক্ষণ কাউন্সেলিং করেছি।”

এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা
ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, একাডেমিক শাটডাউন ও লংমার্চের ঘোষণা
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দুটি সময়সীমা নির্ধারণ: সিইসি
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
আহতদের চিকিৎসা বন্ধে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ শেখ হাসিনার নির্দেশ ছিলো
এস আলম পরিবারের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা