পুলিশ হত্যা মামলায় মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জমকে গ্রেফতার করা হয়েছে : হারুন
ফাইল ছবি
গত শনিবার রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে আমিরুল ইসলাম পারভেজ নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এই হত্যা মামলাকে ঘিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।
এ সময় ডিবি প্রধান বলেন, মির্জা আব্বাসের ৫ দিন ও হোসেন আলালের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। যারা আসামি তাদের সবাইকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
হারুন অর রশীদ আরও বলেন, যারা পুলিশের গায়ে হাত তুলেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া সাবেক সেনা কর্মকর্তারও ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি। কাউকেই হত্যা মামলায় গ্রেফতার দেখাইনি পুলিশ। রাষ্ট্রদ্রোহীতা ও নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ও কথিত জো বাইডেনের উপদেষ্টাকে।