বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করুন: বাংলাদেশ ন্যাপ
রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাপ।
রবিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন অবস্থায় অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে জনগণের জানমালের নিরাপত্তায় কোনো ব্যবস্থা করতে পারেনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা ক্ষমার অযোগ্য। যথা সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন জনগণের হৃদয় স্পর্শ করতে পারে না।
কয়েকদিনে ধারবাহিকভাবে বিভিন্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি করে নেতারা বলেন, গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলোতে অগ্নিকাণ্ডের কারণে মারাত্মক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীতে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যা অত্যন্ত উদ্বেগজনক। সারাদেশে এ ধরনের দুর্ঘটনা কেন বারবার সংঘটিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কোনোরকম কারিগরি ত্রুটি, অব্যবস্থাপনা নাকি নাশকতা এ বিষয় খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে এসব দুর্ঘটনার পেছনে যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিকীকরণ এবং ব্যবসাকেন্দ্রগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ সব নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ও আধুনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
নেতারা বলেন, বারবার একই ঘটনা ঘটার পরও তেমন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ আমাদের দৃষ্টিগোচর হয়নি। মার্কেটের এ ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। ফায়ার সার্ভিস কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কোনো পূর্ব প্রস্তুতি বা সতর্কতা ছিল না বলে প্রতিয়মান। কাজেই এ দায়-দায়িত্ব পুরোপুরি সরকারকে নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
এমএইচ/আরএ/