জেএসডির নেতাদের উপর হামলায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

কেন্দ্রীয় শহীদ মিনারে অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের হাতে ন্যক্কারজনক হামলার শিকার হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সম্পাদক আকবর হোসেন, জাহিদুল ইসলাম রিয়াজসহ জেএসডির নেতারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এমন পেটোয়া বাহিনী সুলভ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
নেতারা বলেন, রাষ্ট্রের মতোই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান চলে জনগণের ট্যাক্সের টাকায়। আর সেজন্যই শিক্ষার্থী-জনগণের সেবা ও নিরাপত্তা দেওয়ায় এসব প্রতিষ্ঠানের প্রধান কাজ। কিন্তু রাষ্ট্র যেমন কতগুলো মাফিয়ার হাতে জিম্মি তেমনি বিশ্ববিদ্যালয়েও তাদের অনুসারীদের বসিয়ে রেখে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে জিম্মি করে রেখেছে। তাই যেগুলো তাদের দায়িত্ব সেটা ঠিকমতো পালন তো করেই না বরং সেসব নিয়ে প্রশ্ন তুলতে গেলে ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও জনগণের উপর তারা পুলিশি কায়দায় ঝাঁপিয়ে পড়ে।
গণতন্ত্র মঞ্চ মনে করে হামলা-মামলা, জেল-জুলুম দিয়ে সরকার তার মাফিয়াতন্ত্র বেশিদিন চালিয়ে যেতে পারবে না। অবিলম্বে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সরকার হটানোর পথ ধরে বাংলাদেশ যখন রাষ্ট্র সংস্কারের পথে প্রবেশ করবে তখন বিশ্ববিদ্যালয়ের এরকম স্বৈরাচারী ব্যবস্থাকেও সংস্কারের রাস্তা তৈরি হবে। গণতন্ত্র মঞ্চের নেতারা বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে আবারও যুক্ত হওয়ার আহ্বান জানান।
এমএইচ/এসজি
