‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংসদ সদস্যদের পদত্যাগের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপির সাত জন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের বা সংসদের কোনো ক্ষতি হবে না। বরং বিএনপিরই ক্ষতি হবে। বিএনপি যে সংসদে কথা বলতে পারত সেই সুযোগ হারাবে।
তিনি বলেন, বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ করলে নিয়ম অনুযায়ী সেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তথ্যমন্ত্রী বলেন, তারা অনেক আগ থেকে বলে আসছিল ১০ ডিসেম্বর ঢাকায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাবে এবং ১০ ডিসেম্বরই সরকারের পতন ঘটাবে। কিন্ত আমরা দেখলাম বিএনপি সরকারের পতন ঘটাতে এসে নিজেরাই সংসদ থেকে পদত্যাগ করেছে।
দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কূটনীতিকদের হস্তক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কূটনীতিকদের অবশ্যই জেনেভা কনভেনশন মেনে চলা উচিত।
হাছান মাহমুদ বলেন, বিএনপি সন্ত্রাস, নৈরাজ্যের পথ পরিহার করতে পারেনি। নয়াপল্টনে সমাবেশ করা নিয়ে তারা কি করেছে সেটা দেশবাসী দেখেছে। তারা এই পথ পরিহার করতে না পারলে তাদের মঙ্গল হবে না।
এনএইচবি/আরএ/