পাকিস্তান পন্থার রাজনীতি প্রতিহত করবে জাসদ: ইনু
ঢাকাসহ সকল জেলা-উপজেলায় একযোগে মশাল মিছিল করে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তীর এক বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার(১ অক্টোবর) সন্ধ্যায় জাসদ ঢাকা মহানগর শাখার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল বের করে।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে মশাল মিছিলপূর্ব অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, জাসদ বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি এই অস্বাভাবিক সরকার আনার পাকিস্তান পন্থার রাজনীতি প্রতিহত করবে। তিনি জাসদের নেতা-কর্মীদের শোষিত, বঞ্চিত, নিরুপায়, অসহায় মানুষ, নারী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী জনগণের কন্ঠস্বর হবার এবং জাতীয় রাজনীতিতে তাদের পক্ষে ভারসাম্য তৈরি করার জন্য সাহসের সঙ্গে রাজনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে অস্বাভাবিক সরকার আনা, তালেবানি সরকার আনা, পাকিস্তানপন্থার রাজনীতি ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা চাপিয়ে দেওয়ার জন্য বিএনপি-জামাত এবং তাদের পার্টনারদের অপরাজনীতিও জাসদের নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
জাসদ সভাপতি সমাজ বদলের বিপ্লবী সংগ্রাম ও গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি শহীদ এড. মোশাররফ হোসেন, কাজী আরেফ আহমেদ, কর্নেল আবু তাহের বীর উত্তম, প্রকৌশলী নিখিল সাহা, ডা. মিলন, শাহজাহান সিরাজসহ হাজার হাজার যেসব নেতা-কর্মী শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জাসদের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ইনু বলেন, জাসদের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে যারা শহীদ ও প্রয়াত হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা এখনও জীবিত আছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান বাবুল, বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীসহ প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আনুষ্ঠানকিভাবে আত্মপ্রকাশ করে। আগামী ৩১ অক্টোবর দলটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী।
দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ঢাকাসহ জেলা-উপজেলায় এক বছর ধরে জনসভা, আলোচনাসভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
এনএইচবি/এসআইএইচ