বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু
দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু করেছে বিএনপি। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় র্যালি শুরু করে দলটি। র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যালির পূর্বে সরকার বিরোধী নানা স্লোগানে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি দৃশ্যত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির মিছিলে রূপ নিয়েছে। শেখ হাসিনা ও সরকারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্র ফিরে আসবে বলে বক্তব্যে দলের নেতারা। পাশাপাশি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেলা ১ টা থেকেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
দুপুর দুইটার মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটিঙ্গেল মোড় আর অন্যদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা অবস্থান নেন।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘স্বাধীনতার অপর নাম, জিয়াউর রহমান’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা প্রকম্পিত করে তোলেন।
নেতা-কর্মীরা দলীয় পতাকা ও লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে এই র্যালিতে অংশ নেন। এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি হাতে ‘শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই’, স্লোগান দেন কর্মী-সমর্থকেরা।
দলীয় ও জাতীয় পতাকা, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশ নেন।
র্যালির পূর্বে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে বক্তব্যে রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএইচ/এএস