মনোনয়ন বাণিজ্যের লোভে বিএনপি নির্বাচনে আসবে: কাদের
মনোনয়ন বাণিজ্যের লোভে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নির্বাচন তো আসছে। যতই মুখে বলেন বাস্তবতা আমরা বুঝি। বিশাল একটা মনোনয়ন বাণিজ্য হবে। এই নির্বাচনের সঙ্গে। এই লোভ আপনারা সামলাতে পারবেন না। নির্বাচনে আসবেনই।’
বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আলোচনা সভা ‘পিতার শোক, কন্যার শক্তি বাংলার অপ্রতিরোধ্য অগ্রগতি’ আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব পদ্মা সেতু নিয়ে আপনারা কত কথা বলেছেন। পদ্মা সেতু এখন দৃশ্যমান। একবার পদ্মা সেতুতে যান। যেতে তো হবেই। নির্বাচন তো আসছে। যতই মুখে বলেন বাস্তবতা আমরা বুঝি। বিশাল একটা মনোনয়ন বাণিজ্য হবে এই নির্বাচনে, এই লোভ আপনারা সামলাতে পারবেন না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশে করে বলেন, ‘আন্দোলন করবেন? আন্দোলন কোথায়? আন্দোলনের সোনার হরিণ দেখা দেবে না। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ুর সিংহাসন দেখা দেবে না। আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যাবে। ষড়যন্ত্র করে হত্যা করতে পারবেন ক্ষমতা পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, ‘কত শুনলাম রোজার ঈদের পর, কোরবানির ঈদের পর, দেখতে দেখতে ১৩ বছর দিন যায় সপ্তাহ যায় পদ্মা-মেঘনা নদী কত পানি গড়িয়ে যায় আন্দোলনের ঢেউ ওঠে না। আন্দোলনের সোনার হরিণ দেখা পাওয়া যায় না। ক্ষমতার ময়ুর সিংহাসন এখনো অনেক দূরে ফখরুল সাহেব।’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি (কাদের) বলেন, যে বুলেট শেখ হাসিনা, শেখ রেহানাকে এতিম করেছে সে বুলেট আপনাকেউ ছাড়েনি।’
এসএম/এমএমএ/