বাম জোটের হরতালে বিএনপির সমর্থন
জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ আগস্ট সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা অতীতেও বলেছি এখনও বলছি, যে কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে ন্যায় সঙ্গত আন্দোলনে আমরা সব সময় সমর্থন করি।'
বুধবার (১৭ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আন্দোলন বলতে শুধু হরতাল অবরোধ নয়, বরং একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষকে আস্তে আস্তে কিভাবে সম্পৃক্ত করে রাস্তায় নামানো যায় সেটাই হচ্ছে আন্দোলন। আমরা সেই লক্ষ্যকে কাজ করে যাচ্ছি, ইতোমধ্যে মানুষ রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছে। যখন তারা রাস্তা দখল করবে তখন আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আন্দোলন করে যাচ্ছি, একদিনে কোনো সমস্যার সমাধান হয় না, একদিনে আন্দোলনও হয় না, আন্দোলনের জন্য সময় লাগে। তবে আমার মনে হচ্ছে এই সরকারের পতন ঘটাতে সক্ষম হবো এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই সময়ের কাছাকাছি চলে এসেছি।
বিএনপি মহাসচিব বলেন, ভয়-ভীতি দেখিয়ে গুম-খুন করে একটি ফ্যাসিস্ট সরকার যেভাবে ক্ষমতা টিকে থাকতে চায় ঠিক এই কাজটি এই অনির্বাচিত সরকার করে যাচ্ছে।
মিটিং-মিছিল, সভা-সমাবেশে বিরোধীদলকে বাধা দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, আমরা কখনোই তাদের কোনো কথা বিশ্বাস করি না। একমাত্র কারণ হচ্ছে তারা যা বলে সে কাজটা তারা করে না। প্রতারণা করাই তাদের কাজ।
মির্জা ফখরুল বলেন ‘দেশের জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়। লুটপাট, দুর্নীতি, অর্থপাচার আর অপশাসন দেশেটাকে সত্যিকার অর্থেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকেই বাকশালীরা ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। বাগাড়ম্বর আর কাল্পনিক উন্নয়নের গল্প দেশের জনগণ আর শুনতে চায় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যত অন্যায় অপকর্ম করেছে তার প্রায়শ্চিত্ত তাদের করতে হবে। সম্প্রতি জ্বালানির দাম বাড়িয়ে তারা জনগণের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছে।'
তিনি বলেন, 'বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকারের কিছু সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যবসায়ী চক্রের হাতে দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা জিম্মি হয়ে আছে। এ সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বিধায় তারা জনগণের কল্যাণের তোয়াক্কা না করে নিদারুণভাবে নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েছে। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকে রাজপথের গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশে সত্যিকার অর্থে জনমানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন, ঐক্যবদ্ধভাবে রাজপথে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করি।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ২৫ আগস্ট অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন বাম জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার।
এমএইচ/আরএ/