ক্ষমতায় গেলে দেশ বদলে দেব: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশ বদলে দেব। আমরা পারব, জনগণ আমাদের পক্ষে আছে। সংবিধানের নির্ধারিত এক ক্ষমতা বদলে দিতে চাই যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। কারণ চোর ডাকাতদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এই সরকার লুটেরা ডাকাতি সরকার।
বৃহস্পতিবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মান্না এ কথা বলেন।
মান্না বলেন, এই সরকার মিথ্যাচার ও চাপাবাজির সরকার। দেশের এত সংকট বিদ্যমান থাকার পরেও তাদের মন্ত্রী এমপিদের চাপাবাজি কমে না। আমরা এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, যেখানে থাকবে সম অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন।
তিনি আরও বলেন, আমরাই পারি বদলে দিতে আমরা লোভ কিংবা কারো শত্রুতার জন্য লড়াই করছি না। আমরা তাদের সঙ্গেই আছি যারা দেশের জন্য ভালো কিছু করতে চায়, ভালো কিছু করবে বলে মনস্থির করেছেন। দলবাজি করছি না, ধান্দাবাজদের নিয়েও আমাদের আন্দোলন হবে না। যারা দেশের লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে তাদের ক্ষমা করার জন্য গণতন্ত্র মঞ্চ গড়ে উঠেনি।
গণতন্ত্র মঞ্চকে নিয়ে কটাক্ষ করা আওয়ামী নেতাদের উদ্দেশ্য করে সাবেক এই ছাত্রনেতা বলেন, ফালতু কথাবার্তা বাদ দেন। প্রয়োজনে অনলাইনে ভোট হবে, আওয়ামী লীগের যেকোনো মন্ত্রী এমপির বিপক্ষে আমাদের গণতন্ত্র মঞ্চের একজনকে আমরা দাঁড় করিয়ে দেব, সাহস থাকলে ভোটে আসুন।
বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্য তিনি বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানে এখন আওয়ামী লীগের নাম শুনলে দেশের মানুষ ঘৃণা করে। তাই তারা জনগণের জন্য ভোটাধিকার দিতে চায় না। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে আবারও নীল নকশা করা হচ্ছে।
এ সময় সরকার বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের ভিত্তিতে সরকার পতনের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান মান্না।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, শুধুমাত্র সরকার পরিবর্তন নয় শাসন ব্যবস্থার পরিবর্তন, সংবিধান সংশোধন ও জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করতে গণতন্ত্র মঞ্চ গড়ে উঠেছে। গণতন্ত্র মন্ত্র সব দলের সীমাবদ্ধ থাকবে না, সব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই অনির্বাচিত ভোট চোর সরকারের পতন ঘটাতে রাজপথে থাকবে।
তিনি বলেন, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তাদের এ জাতি ক্ষমা করবে না।
এই সরকারকে যেতে হবে মন্তব্য করে রব বলেন, আপনারা কিভাবে যাবেন সিদ্ধান্ত নেন, একই সঙ্গে যারা আকাশপথ, নৌপথ সড়ক পথের দায়িত্ব রয়েছেন তাদেরও বলব এই সরকারকে পালাতে দেবেন না। যদি তাদের সুযোগ দেন তাহলে আপনাদেরও কেউ ক্ষমা করবে না। গণতন্ত্র মঞ্চ জীবন দেবে, মরলেও আপোষ করবে না।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণতন্ত্র মঞ্চ গড়ে উঠার পর সরকার ভয় পেয়েছে। তাদের হাঁটু কাঁপা শুরু হয়েছে। গণতন্ত্র মন্ত্রের নেতারা রাজপথে নামার আগেই সরকারের নেতারা বেসামাল হয়ে পড়েছে।
তিনি বলেন, এই দেশে বেশিরভাগই গণবিরোধী রাজনীতি চলবে না। নীল নকশা নির্বাচন আর হতে দেওয়া হবে না।
আরএ/