আন্দোলন সফলে সাংগঠনিক ভিত্তি মজবুত চান মাওলানা মাসুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আন্দোলন সফল করতে মজবুত সাংগঠনিক ভিত্তির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘সবরের মাধ্যমে দ্বীনের কাজকে এগিয়ে নিতে হবে, মুমিনদের কেবল আল্লাহর উপরে ভরসা করা উচিৎ। শুধুমাত্র নিজেদের দক্ষতা ও সক্ষমতার উপরেই দৃঢ় থাকা ঠিক নয়। আল্লাহর উপরে সকল কঠিন পরিস্থিতিতে তায়াক্কুল করে এই ময়দানকে সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।’
ঢাকা মহানগরী দক্ষিণ রাজধানীর এই এলাকাটি রাজনৈতিকভাবে দেশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান। সুতরাং এখানে কাজ করতে নানাবিধ চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে অগ্রসর হতে হবে। প্রত্যেক পাড়ায় মহল্লায় সকলের নিকট দাওয়াত প্রদানের ক্ষেত্রে আরও তৎপর হতে হবে।
আন্দোলন সফল করতে মজবুত সাংগঠনিক ভিত্তির কোনো বিকল্প নেই। সেই সাথে আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়তে দায়িত্ব নিতে হবে। পরিবার রাষ্ট্র সমাজ সবক্ষেত্রে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের হেদায়াতের জন্য দায়িত্বশীল হিসেবে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহা. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে এডভোকেট ড. হেলাল উদ্দিন ও মুহা. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদ অধ্যাপক মোকাররম হোসাইন খান, মাওলানা ফরিদুল ইসলাম ও শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, এডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুরুন্নবী, জয়নাল আবেদীন, হাফিজুর রহমান, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ, আব্দুর রহমান সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সকল থানা আমীর ও বিভাগীয় সভাপতিরা।
এমএমএ/