জালিম সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 'সরকার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় এটা সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই সরকার গঠন করা হয়। তবে জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব নাই। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণকে ঐক্যবদ্ধ করে এই জালিম সরকারকে পদ থেকে বাধ্য করতে হবে। সরকার হঠাতে আমাদেরকে সংগ্রাম করতে হবে বিপ্লব করতে হবে।'
তিনি বলেন, 'এই সরকার খুনি সরকার। সরকারের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে মিছিল করতে গেলে ওরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুলি চালিয়ে হত্যা করে, এই হত্যা মেনে নিতে পারি না। তাই এই খুনি সরকারকে কোনো অবস্থায় ক্ষমতায় রাখা যাবে না, সবাই মিলে তাদের ধাক্কা দিতে হবে।'
রবিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, 'রাতের আঁধারে নির্বাচিত সরকারের বেঁধে দেওয়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণ মানতে পারে না। সরকার যদি আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে জ্বালানি তেলের সমন্বয় করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তাদের সঙ্গে আমাদের আয় উপার্জনের সমন্বয় করবেন না কেন?'
তিনি বলেন, বিগত সাত বছরে পেট্রোলিয়াম থেকে এই সরকার ৪৩ হাজার কোটি টাকা লাভ করেছে। যদিও সাত মাসে কিছু লোকসান হয়েছে। আর বর্তমানে তারা টার্গেট করেছে এক বছরে এখান থেকে ১১ হাজার কোটি টাকা লাভ করবে। কিন্তু এই টাকা লাভ করবে তারা জনগণের কাছ থেকে।
এসময় ৯ আগস্ট সারাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেন ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, 'সরকারের কাজ জনগণের কল্যাণ সাধন করা। কিন্তু এই সরকার জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তারা এখন আইসিইউতে আছে, পতন ঘণ্টা বেজে গেছে বলে মরণ কামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে।'
যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, 'প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তিনি ফাও কথা বলেন ভাবতে অবাক লাগে। উন্নয়নের নামে তার ঋণগ্রস্ত উন্নয়ন দেশবাসী দেখতে চায় না। তাদের যখন অন্তিম অবস্থায় তখনও তারা সত্য কথা বলতে পারছেন না। সরকার দ্বারা সৃষ্ট সংকটের একমাত্র সমাধান এদের পদত্যাগ।'
/এএস