গণআন্দোলন সৃষ্টি করে হত্যার প্রতিশোধ নেব: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ গণআন্দোলন সৃষ্টি করে আমাদের পুত্র, আমাদের সন্তান, আমাদের ভাই নুরে আলম, আব্দুর রহিমের হত্যার প্রতিশোধ নেব। ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে ছাত্রদল নেতা নুরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘পিতার কাধে পুত্রের লাশ এরচেয়ে বেদনার আর কিছু নেই। আজকে আমাদের সামনে আমাদের ছেলে ছাত্রদলের ভোলা জেলার সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরও ১৯ জন ঢাকা ও বরিশালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’
তিনি বলেন, ‘আজকে নতুন নয়, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের একদলীয় শাসককে পোক্ত করার জন্য প্রায় ১৫ বছর ধরে আমাদের ৬শ’ নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। ৩৫ লাখের বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তাই এখন আমাদের জেগে উঠতে হবে।’
তিনি বলেন, এই ভয়াবহ কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনে হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে এই ৩৫ লাখ মানুষের মামলার অবসান ঘটাতে হবে। তার জন্য প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ গণআন্দোলন সৃষ্টি করে আমাদের পুত্র, আমাদের সন্তান, আমাদের ভাই নুরে আলম, আব্দুর রহিমের হত্যার প্রতিশোধ নেব। ইনশাল্লাহ।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই শান্ত থাকবেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।
জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়াও হুইল চেয়ারে বসে জানাজায় অংশ নেন গণস্বাস্থ্য ট্রাস্টিবোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এমএইচ/আরএ/