আওয়ামী লীগের সঙ্গেও আলোচনা হতে পারে: নুর
শুধু বিএনপি নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের দাবির সঙ্গে যদি আওয়ামী লীগ একমত পোষণ করে তাহলে তাদের সঙ্গেও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
বুধবার (৩ আগস্ট) বিএনপির সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।
নুর বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে গণধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত। যেহেতু বিএনপির এইসব দাবি, তাই আমাদের দ্বিমত নেই।'
তিনি বলেন, আজ বিএনপির সঙ্গে সংলাপে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তারমধ্যে উল্লেখ্যযোগ্য হলো— অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে পদত্যাগে থেকে বাধ্য করা, সংসদ বিলুপ্ত করা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এই শর্তগুলো পালন করবে যে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট ব্যাপারে ভোটগ্রহণের ব্যবস্থা করা।
এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সম্প্রতি এক বক্তব্যে নুর বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র এক, এদের দিয়ে কিছু হবে না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, গত ৩৪ বছর আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু এটা ঠিক যে তাদের শাসনব্যবস্থা অনেক কিছুতেই মিল থাকে। কিন্তু এখন বিশেষ করে বাংলাদেশ যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, সেখানে একটা নতুন বন্দোবস্ত ব্যবস্থা দরকার, সে ক্ষেত্রে বিএনপি তো তার পুরনো অবস্থান থেকে সরে এসে নির্বাচন পরবর্তীতে বর্তমান ব্যবস্থা পরিবর্তনে একটা জাতীয় সরকার বিষয়ে ঘোষণা দিয়েছে। আমরা এখানে যে শাসনতান্ত্রিক সংস্কারের কথা বলছি সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের পরিবর্তনসহ বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ গণবিরোধী নিবর্তনমূলক আইনগুলো বাতিল করা, সেক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেছে। আমরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্যের কথা বলছি। আগে তো এটা সংবিধানে ছিল না। এখন তো বিএনপি একমত পোষণ করেছে। আমরা এখানে প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারালয়ে একটা স্বাধীন কমিশনের কথা বলছি যেখানেও বিএনপি একমত পোষণ করেছে। তাই নতুন বন্দোবস্তের বিষয়ে বিএনপি শুধু নয় আওয়ামী লীগও যদি একমত পোষণ করে তাদের সঙ্গেও আলোচনা হতে পারে। আমাদের কথা স্পষ্ট।’
সংলাপে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন অংশ নেন।
এমএইচ/আরএ/