চলতি বছরই সরকারের শেষ বছর: দুদু
চলতি বছরই হচ্ছে এই সরকারের শেষ বছর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘এরপরের সরকার হবে বিএনপি সরকার। এরপরের প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান’।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলায় পুলিশের হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
দুদু বলেন, রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আপনারা অনেকেই বলেন হরতাল অবরোধ দেয় না কেন? হরতাল অবরোধ দেব এমনকি এই সরকারের বিদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা রাজি আছেন? এ সময় উপস্থিত সব নেতাকর্মীরা হ্যাঁ সূচক শব্দ উচ্চারণ করেন।
বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান ১০-১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। কি কাজ করছেন? দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে তিনি কাজ করছেন। কত ঘণ্টা হরতাল হবে। কত ঘণ্টা অবরোধ হবে। আপনারা একটু ধৈর্য ধরেন না। বিএনপিকে আন্দোলন শিখাতে হবে না। ছাত্রদল কৃষক দল মহিলা দল, যুবদল, শ্রমিককে আন্দোলন শেখাতে হবে না।
তিনি বলেন, ‘এই সরকার বলেছিল ফ্রি সার দেবে। ১০ টাকার সের চাল খাওয়াবে। গতকাল ইউরিয়ার সাড়ে কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়েছে। চাউলের দাম ৫০ থেকে ৬০ টাকা করে কেজি।
দুদু বলেন, ‘আমরা ছোট ছোট প্রতিবাদ সভা করছি। অনুমতি চাইলে মাঝেমাঝে দেয় আবার দেয় না। এরপরে আর অনুমতি চাইব না। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ করব বিএনপির পক্ষ থেকে সেই জনসমাবেশের প্রধান অতিথি হবেন তারেক রহমান’।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব যথাক্রমে আমিনুল ইসলাম এবং রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
এমএইচ/আরএ/