খালেদাকে ‘টুস করে ফেলে দেওয়া’ পলিটিক্যাল হিউমার: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়াকে কী নেত্রী টুস করে ফেলে দিতে বলেছেন, এটা হলো একটা পলিটিক্যাল হিউমার।
তিনি বলেন, ‘সংলাপের বিষয়টাও পলিটিক্যাল হিউমার আর কি। তারা আন্দোলন করবে, ঘেরাও করবে, তা তো ঠিক আছে, তাই প্রধানমন্ত্রী বলেছেন, চা খেয়ে যান...।’
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকরা বিএনপিকে চায়ের দাওয়াত দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আবার তাদের প্রতি, কোনো ঘেরাও টেরাও নিয়ে...নেতাদের নিয়ে...এটা তারা করতেই পারে। আসলে এটা প্রধানমন্ত্রীর রুচিবোধের বিষয়। এটা নিয়ে অন্য কিছু ভাবার কারণ নেই। প্রধানমন্ত্রী বলেছেন, তারা যদি ঘেরাও করতে আসে তাদরকে নিয়ে চা খাওয়ালে অসুবিধা কী?
অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। জ্বালানি, গ্যাস, খাদ্য মূল্য এগুলোই বড় সংকট। এটা রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরই প্রভাব। এটা বৈশ্বিক সংকট। সারা বিশ্বেই সংকটে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। তাদের প্রতিক্রিয়া, ওভার প্রতিক্রিয়া আমাদের উপর আসবে না, এটা মনে করার কোনো কারণ নেই।’
তিনি বলেন, এই সংকট সামনের দিনগুলোতে বাড়বে কি না আমরা কেউ জানি না। তবে আমাদের প্রধানমন্ত্রী সংকটে কোনো সমস্যা ফিল করেন না। তিনি ফুড প্রাইস বিষয়ে ওয়াকিবহাল।
কাদের বলেন, এ কারণে আমরা এখনো সামাল দিতে পারছি। ফুড নিয়ে খুব একটা ক্রাইসিস নেই। তবে জ্বালানি বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যে অবস্থা পরিস্থিতি আমরা সামাল দিতে পারব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আজকেও জ্বালানি ব্যয় কমানোর জন্য বলেছেন। সবাইকে তিনি একই আহ্বান করেছেন। কারণ, সংকটটা যদি আরও খারাপের দিকে যায় তখন তো আমাদেরকেও সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।
এনএইচবি/এমএমএ/