বিএনপি নেতা ও সাবেক সচিব হায়দার আলী আর নেই
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী ঢাকাপ্রকাশ’কে তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী।
বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের সাবেক এই মহাসচিব সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে তথ্য মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে অবসরে যান।
ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
তিনি টিম লিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স করে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল এলএলবি অনার্স, ডিপ্লোমা এট ল ডিগ্রি অর্জন করেন। তার তিন সন্তানের তিনজনই ব্যারিস্টার।
এমএইচ/আরএ/