জেএসডি’র সঙ্গে বিএনপির সংলাপ রবিবার
সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় এবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সঙ্গে সংলাপ করতে যাচ্ছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল রবিবার ২৪ জুলাই রাজধানীর উত্তরা ১৪ নম্বর রোডের ৪ নম্বর সেক্টর ৩ নম্বর বাড়িতে আ স ম আবদুর রব নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে উপস্থিত থাকবেন।
গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গনসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ হয়।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ সঙ্গে সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।
এমএইচ/