'সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই লোডশেডিং'
বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও আত্মঘাতী পদক্ষেপের জন্য এখন জনগণকে শাস্তি পেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন সাইফুল হক।
তিনি বলেন, সরকারের বাহাদুরি নেওয়ার ফাঁকাবুলি বিদ্যুৎ সংকটকে ঘনীভূত করেছে। এতদিন ধরে সরকারের নীতি নির্ধারকরা বলে আসছিলেন, লোডশেডিংকে তারা যাদুঘরে পাঠিয়েছেন এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ রয়েছে। সেটা সত্য হলে এখন বিদ্যুতের এত ঘাটতি হওয়ার কথা নয়।
সাইফুল হক বলেন, লোডশেডিং বিদ্যুৎ সংকটের সমাধান করে জাতীয় অর্থনীতি ও জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।
এ সময় ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী এই তৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, মাহমুদ হোসেন,মোফাজ্জল হোসেন মোশতাক, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।
এমএইচ/এসজি/