সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।

হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে শুক্রবার (১৫ জুলাই) জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার। আবার দশ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয়নি তারা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা।

তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। আর একারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। দুটি দেশেই কোথাও জবাবদিহিতা নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের জন্য রাজা পেতে মুক্তিযুদ্ধে বীর শহীদরা জীবন দেননি। মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের প্রতিনিধি পেতে। কিন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিনিধি পাইনি, পেয়েছি জনগণের রাজা।

জাপা চেয়ারম্যান বলেন, ঋণ নির্ভর বাজেট হয়েছে। বাজেটে খেটে খাওয়া মানুষের জন্য ও বেকারত্ব কমাতে কোনো বরাদ্দ নেই। গত বছরও লক্ষ্য অনুযায়ী ট্যাক্স আদায় হয়নি। এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্যাক্স আদায় না হলে ঋণ করে কর্মকর্তাদের বেতন ভাতা দিতে হবে। ব্যাংকগুলোতে টাকা থাকবে না। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ।

তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়েই চলছে। সরকারের নজর নেই। আমরা বলেছি ভর্তুকি দিয়ে হলেও নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রায় রাখতে হবে।

মেগা প্রকল্পের মাধ্যমে দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হচ্ছে অভিযোগ করে জিএম কাদের বলেন, আমরা আর কোনো মেগা প্রকল্পে চাই না। আমরা চাই, মানুষ যেন খেয়ে-পড়ে বাঁচতে পারে। মানুষ যেন হাসপাতালে গিয়ে সহজে সুচিকিৎসা পায়।

হুসেইন মুহম্মদ এরশাদ দেশপ্রেমিক নেতা ছিলেন এমন মন্তব্য করে তিনি বলেন, এরশাদ গণমানুষের শাসন প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদ সৃষ্টি করেছিলেন। যদিও তার স্বপ্নের মতো উপজেলা ব্যবস্থা নেই। জনপ্রতিনিধিদের ক্ষমতা নেই উপজেলা ব্যবস্থায়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, আমির উদ্দিন ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সম্পাদক মন্ডলির সদস্য জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, খোরশেদ আলম খুশু, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য সুজন দে, শরফুদ্দীন শিপু, অ্যাডভোকেট মো. আবু তৈয়ব, শেখ মাশুকুর রহমান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান খসরু, শাহীন আরা সুলতানা রিমা, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. ইব্রাহিম খান জুয়েল, সহসভাপতি শাহ ইমরান রিপন প্রমুখ।

এসজি/

Header Ad

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই ভোঁ দৌড় দিলেন ভারতীয় তরুণ পেসার হার্ষিত রানা। ততক্ষণে যে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। তাতে করে ২৯৫ রানের ঐতিহাসিক এক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

এদিকে অসিদের বিপক্ষে পার্থ টেস্ট জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ৫৩৪ রান। পাহাড়সম এ রানের পেছনে ছুটতে গিয়ে রোববারই তারা ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সোমবার নবম ওভারেই অসিরা হারায় উসমান খাজাকে। এরপর ট্রাভিড হেডের সঙ্গে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন স্মিথ। ৬০ বলে ১৭ রান সিরাজের বলে ফেরেন স্মিথ। ৫ উইকেটে ১০৪ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক খেলতে থাকেন হেড ও মার্শ। তবে দ্রুতই দুজনকে ফেরায় ভারত। ১০১ বলে ৮৯ রান করা হেডকে পন্টের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেছেন নীতিশ রেড্ডি। এরপরই জয়ের ক্ষণ গণনা শুরু করে ভারত। স্টার্ক-লায়নকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন অ্যালেক্স ক্যারি। হ্যাজলউডকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন। ইনিংসের ৫৯তম ওভারের ৪র্থ বলে ক্যারিকে বোল্ড করে ফেরান রানা। এতে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতে বোর্ডার -গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

পার্থ টেস্টে ভারতের জয়ের নায়ক অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এ পেসার প্রথম ইনিংসে নেন ৩০ রানে ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৪২ রানে পকেটে নেন ৩টি উইকেট। সব মিলিয়ে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ ডানহাতি পেসার।

Header Ad

বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২

ঘাতক বাসটিকে আটকে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী- মাতাজিহাট সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই নারী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের (হিটলার) স্ত্রী সন্জিতা রানী (১৮)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০) আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা যায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্টমেট্টো ব ৫৭৩৪) বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। আপেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

উদ্ধারকাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর দুপুর ১২:০০ টার দিকে পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ভ্যানের চালকসহ ১ জনকে মৃত এবং আরো ১ জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। ভ্যান চালক এবং ১ জন যাত্রী কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে।সে জায়গায় রাস্তাটি খাড়াখন্দে ভরা। ভ্যানটি বদলগাছী চারমাথা থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে বাসটি নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাওয়ার পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনা হয়েছে। সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে সেখানে। সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারি আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে বলে জানান তারা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Header Ad

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার

ডিএমপির নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেওয় না। এজন্য বাধ্য হয়ে আমরা মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদের সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

Header Ad

সর্বশেষ সংবাদ

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার