জয়নাল হাজারী মারা গেছেন
বহুল আলোচিত রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন।
তিনি সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় বিশ বছরের বেশি সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
হাজারী ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানা কারণে আলোচিত-সমালোচিত হন। তিনি কারও কাছে ছিলেন ত্রাণকর্তা, আবার কারও কাছে ছিলেন গডফাদার। ২০০১ খ্রিস্টাব্দে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৬ আগস্ট রাতে হাজারীর বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এরপর তিনি আত্মগোপনে চলে যান। ২০০৪ খ্রিস্টাব্দে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন জয়নাল হাজারী। চার বছর পর ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাকে দলে ফিরিয়ে নেওয়া হয় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়।
জয়নাল হাজারী ফেনী থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘হাজারিকা প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক। ‘জয়নাল হাজারী বলছি’ নামে তার একটি বই রয়েছে।
জয়নাল হাজারী অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ৬ সেপ্টেম্বর ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব ত্রাণ তহবিল থেকে ৪০ লাখ টাকার অনুদান প্রদান করেন।
নামাজে জানাজা
জয়নাল হাজারীর নামাজে জানাজা মঙ্গলবার দুপুরে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী জানিয়েছেন।
এসএম/এএন