জনগণের প্রতি এই সরকারের দায়বদ্ধতা নেই: খন্দকার মোশাররফ
জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি এই সরকারের দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, এরা ক্ষমতায় এসেছে গায়ের জোরে এবং টিকে থাকার চেষ্টা করছে গায়ের জোরে। জনগণের কন্ঠস্বরকে এরা লাঠি-গুলি দিয়ে স্তব্ধ করতে চায়, এরা ফ্যাসিষ্ট। এদের দ্বারা জনগণের কোন কল্যাণই সাধিত হবে না।
মঙ্গলবার (৫ জুলাই) যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৫০ ও সাংগঠনিক ওয়ার্ড ৬৪ (পশ্চিম) এর সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
ভয়াবহ লোডশেডিংয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন-এক সময় আপনি দম্ভ করে বলেছিলেন লোডশেডিং নেই। কিন্তু তাহলে এখন বিদ্যুৎ নেই কেন? কেন ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট?
ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের ধারক-বাহক দাবী করে অথচ তাদের হাতেই মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হয়েছে বারবার। তারা বিএনপি-কে ভয় পায়, শহীদ জিয়া-কে ভয় পায়। তারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভয় পায় বলেই মিথ্যা মামলা আর ফরমায়েশি রায় দিয়ে তাদেরকে বন্দী রাখতে চায়।
তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার ফিরিয়ে আনা। এমন নির্বাচনী ব্যবস্থা তৈরী করা যেখানে দিনের ভোট রাতে হবে না। জনগণ নিজের ভোট নিজে দিবে।
ইভিএম এর কঠোর সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগ ইভিএম-কে কাজে লাগাতে চায়। কারণ ইভিএম-এ আপনি যেখানেই ভোট দেন, সেটা নৌকাতে গিয়ে পড়বে। তাই আগামী নির্বাচন হাসিনার অধীনে নয়, হাসিনামুক্ত ভাবেই করতে হবে। ইভিএম মুক্ত ভাবেই করতে হবে।
সকল বিচার বহির্ভূত হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়ে মোশাররফ হোসেন বলেন, এগুলো থেকে মুক্তি পেতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে।
ঢাকা মহানগর বিএনপি-কে আগামী আন্দোলনের চালকের আসনে আসীন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ঢাকা মহানগরীতে শেখ হাসিনার পতন হলে সারাদেশে পতন হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম-৭ এর প্রধান আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে ৫০ নং ওয়ার্ডে শাকিল মোল্লা সভাপতি, ওয়াসিমুল কবির সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান মাসুদ সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক ওয়ার্ড ৬৪ (পশ্চিম) এ আমানুল্লাহ বক্স সভাপতি, সালাউদ্দিন খান রিপন সাধারণ সম্পাদক ও লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এমএইচ/এএস