সুখী-স্বাধীন হতে হলে সাহসী হতে হবে: আকবর আলি খান
সুখী ও স্বাধীন হতে হলে সাহসী হওয়ার তাগিদ দিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। শনিবার (১৮ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। সেখানে ভিন্ন মতের প্রতিফলন ঘটে। ভারতেও আছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ।
এক কক্ষ বিশিষ্ট সংসদের দেশগুলোর প্রসঙ্গে তিনি বলেন, সব ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত হয়ে গেলে তিনি সবদিকে নজর দিতে পারেন না। বাংলাদেশে আবার তিনি দলেরও নেতা। তাই তাকে দলেও নজর দিতে হয়।
এর পরিপ্রেক্ষিতে মনীষীর বক্তব্য স্মরণ করে আকবর আলি খান বলেন, আমরা সবাই সুখী হতে চাই। সুখী হতে হলে স্বাধীন হতে হবে। আর স্বাধীন হতে হলে সাহসী হতে হবে।
অনুষ্ঠানে আকবর আলি খানের কথার সূত্র ধরে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এবার ফিরাও মোরে’ কবিতা থেকে পাঠ করেন, ‘মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে’।
বক্তব্যে সরকারের সমালোচনা করে সুজন। এ প্রসঙ্গ নিয়ে আকবর আলি খান বলেন, সমালোচনা যারা করে, তারা বন্ধু, শত্রু নয়। দেশে অনেক সংগঠন আছে, কিন্তু তৃণমূল পর্যন্ত সংগঠন শুধু সুজনই করতে পেরেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অস্তিত্বের নির্যাস হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশের জাতীয়তাবাদের বিকাশ। গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষ দেশ গড়া সম্ভব নয় বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
এমএ/এসজি/