সরকারবিরোধীদের পাশে রাখতেই জাতীয় সরকারের ভাবনা বিএনপির
নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে পাশে রাখতেই নতুন করে জাতীয় সরকার বিষয়ে ভাবতে শুরু করেছে বিএনপি। সেই প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে জাতীয় সরকার গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এমন কী একটি ফর্মুলাও প্রস্তুতের পথে। যদিও এর আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে চায় দলটি। ফলে এই ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে রাজপথে আন্দোলনও করতে চান বিএনপির হাইকমান্ড।
সেজন্য শিগগিরই জাতীয় সরকারের ধারণা তুলে ধরে সব গণতান্ত্রিক দল ও মতকে একত্র করার উদ্যোগ নিতে যাচ্ছে বিএনপির নীতিনির্ধারকরা। সেখানে জাতীয় সরকার ইস্যুতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে বলা হবে নির্বাচনের আগে জাতীয় সরকার নয়, নির্বাচনের পর ফলাফলের ভিত্তিতে সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দলকে নিয়েই জাতীয় সরকার হবে। তার জন্য সবার আগে প্রয়োজন নির্বাচনকালে একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকার, যাদের অধীন সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনে যে ফলাফল আসবে, তার ভিত্তিতে জাতীয় সরকার হবে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও জাতীয় সরকারের খসড়া প্রস্তুত করতে ভেতরে ভেতরে প্রাথমিক কাজও শুরু করেছে দলটির নীতিনির্ধারকরা। প্রথমে দলীয়ভাবে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করা হবে। এরপর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও জাতীয় সরকারের ফর্মুলা চূড়ান্ত করা হবে। এতে সংশ্লিষ্টদের স্বাক্ষর থাকবে, যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় বা সন্দেহ না থাকে। সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় সরকারের খসড়া ও রূপরেখা ঘোষণা করা হবে।
জানা গেছে, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির যে মিত্রতার সম্পর্ক সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেহেতু জাতীয় সরকার গঠন বিষয়ে জোরালো দাবি উঠেছে, তাদের দাবিগুলো গুরুত্বারোপ করে বিএনপিও জাতীয় সরকার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। তবে বিএনপির দাবি নির্বাচনকালীন নির্দলীয় সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকাপ্রকাশকে বলেন, জাতীয় সরকার ইস্যুতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে আমাদের নেতা তারেক রহমান একটি সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন। এর ফলে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারাই ভূমিকা রাখবে ডান, বাম সবাইকে নিয়েই আগামী দিনে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাপ্রকাশকে বলেন, বিএনপির মূল দাবি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, আর সেটা বাস্তবায়নের ক্ষেত্রে দলের পক্ষ থেকে বিভিন্ন কৌশল পরিকল্পনা নিতে হয়, কথাটা বলছি এই জন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো পরিকল্পনা গ্রহণ করে তবে তা বাস্তবায়নের আগে সংশ্লিষ্টদের ছাড়া কারো কাছে কখনো প্রকাশ করে কী? শুধু জাতীয় সরকারের বিষয় নয়, আরও অনেক বিষয়ে রাজনৈতিক পরিকল্পনা, সমঝোতা থাকে যা আংশিক প্রকাশ হলেও অনেক সময় অপ্রকাশিত থাকে।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় সরকার ইস্যুটা হাইজ্যাক করতে চেয়েছিল, তারা বিএনপিকে একঘরে করে রাখতে চেয়েছিল। বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের নতুন ধারণা দেওয়া সেই ষড়যন্ত্র শেষ হলো বলে মনে করে ওই নেতা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাপ্রকাশকে বলেন, জাতীয় সরকার নতুন কিছু নয়, বিএনপি দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে, সেক্ষেত্রে জাতীয় সরকারের নতুন ধারণা সামনে রেখেও শিগগির সরকারবিরোধী সব দল-মতকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়তে চাইছে বিএনপি।
এমএইচ/টিটি