দ্রব্যমূল্যে আগুনের তেজ-তাপ দুটোই বাড়ছে: ন্যাপ
বাজারে আগুন, নিয়ন্ত্রণের কোনো চেষ্টা চোখে পড়ছে না। বরং দায়িত্বশীলদের অতিকথনে আগুনের তেজ ও তাপ দুটোই বাড়ছে বলে দাবি করেছে বাংলাদেশ ন্যাপ।
দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সই করা বিবৃতিতে বুধবার (৬ এপ্রিল) এ কথা বলা হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘মানুষকে আর কতভাবে ভোগাবেন মাননীয়রা? খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি স্বল্পআয়ের কোটি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে ‘
দুই নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি, ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করা উচিত। অনেক মানুষ ‘আধাপেট’ খেয়ে দিন যাপন করলেও সরকারের মন্ত্রীরা মানুষকে উপহাস করে চলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে উল্লেখযোগ্য কোনো ভূমিকাই নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণকে গণসংগ্রাম অব্যাহত রেখেই দাবি আদায় করতে হবে।
বাণিজ্যমন্ত্রীর সংসদে দেওয়া 'সরকার ব্যবসা নিয়ন্ত্রণ করে না' বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, তাহলে ব্যবসা কারা নিয়ন্ত্রণ করে? কাদের দায়িত্ব ব্যবসা নিয়ন্ত্রণ করা? না কী এখন ব্যবসায়ীরাই সরকার নিয়ন্ত্রণ করে?
এসএন