হিসাব নিকাশ না মেলায় বন্ধুরা জিয়াকে খুন করেন: আনিসুল হক
নিজেদের মধ্যে হিসাব নিকাশ না মেলায় জিয়াউর রহমানের বন্ধুরা তাকে খুন করেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘১৯৮১ সালে জিয়াউর রহমানের বন্ধুরা, জিয়াউর রহমানকে খুন করে। জিয়াউর রহমানের সাথে তাদের হিসাব নিকাশ ঠিক ছিল না, সেই জন্য তিনি খুন হন।’
বুধবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাতে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগানের বিরোধিতা করে বক্তব্য দেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন উর রশিদ। সেখানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে সেখানে জিয়াউর রহমান যে খুনি সে কথা কথাও উল্লেখ নেই।’ তারপরও আজকের বক্তব্যে অনেকে তাকে খুনি বলছেন, সেসব বক্তব্য প্রত্যাহার করতে বলেন হারুন। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জয় বাংলা’র পাশাপাশি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেছেন বলেও দাবি করেন হারুন। তার এই বক্তব্যের বিরোধিতা করে সরকার দলীয় সংসদ সদস্যরা হৈ চৈ শুরু করে দেন।
পরে হারুনের বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘১৯৯৬ সালের ২ অক্টোবর বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার দায়ের হয়। ১৯৮১ সালে জিয়াউর রহমানের বন্ধুরা জিয়াউর রহমানকে খুন করে। জিয়াউর রহমানের সাথে তাদের হিসাব নিকাশ ঠিক ছিল না, সেই জন্য খুন হয়। আইনে আছে মরা ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আমার পিতা মরহুম সিরাজুল হক সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ স্পেশাল প্রসিকিউটর ছিলেন। যখন তিনি এই মামলার যুক্তি তর্কে বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যগুলো এখনও রেকর্ডেড আছে। প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা পয়েন্ট যখন তিনি কথা বলেছেন তিনি পরিষ্কার বলেছেন, ৬১টি স্বাক্ষী দেওয়া হয়েছে, সেই ৬১টি স্বাক্ষী বিশ্লেষণ করলে জিয়াউর রহমান যে এই খুনের আসামী হতে পারে সেটা পরিষ্কার করেছেন। সংসদের এই বক্তব্যগুলো রেকর্ডেড হয়। সেই কারণে রেকর্ড সঠিক করার জন্য এই বক্তব্য দিলাম।’
আইনমন্ত্রী বলেন, ‘জয় বাংলা যখন বঙ্গবন্ধুর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, তখন এটা স্বাধীনতকামী বাংলার মানুষ নিজে নিজে নিয়ে নিয়েছিল। সেদিন এই জয় বাংলা বলেই পরিচয় দিত তাদের। সেদিন জয় বাংলা বলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত, পাক হানাদার বাহিনীর এবং রাজাকার জিয়াউর রহমান যাদের পুষেছে তাদের মারার জন্য।
এসএম/এসএ/