সিলেটের সাবেক এমপি লেচু মিয়া মারা গেছেন
সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই।
বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের ছেলে ট্যাম্পাকো ফয়েলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমদ।
ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন।
তাকে রাজধানী ঢাকার বনানী গোরস্থানে আগে থেকে কেনা কবরে দাফন করা হবে বলে জানা গেছে।
ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে স্বতন্ত্র হিসেবে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সৈয়দ মকবুল হোসেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ ও এমএ পাস করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পেশায় ব্যবসায়ী ছিলেন।
সৈয়দ মকবুল হোসেন ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ক্ষমতাসীন জাতীয় পার্টিতে যোগ দেন। কিন্তু ওই সময় চোরাচালানের অভিযোগে সরকার তাকে গ্রেপ্তার করে। ১৯৯১ সালের পর যোগ দেন বিএনপিতে। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এপি/এসএন