সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানাই: তারেক রহমান

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশের তরুণরা রাষ্ট্র-রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠেছে, এটি অবশ্যই ইতিবাচক দিক। এই তরুণরা গত দেড় দশক একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এই তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অতীতের পথ থেকে বেরিয়ে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। সেটি হওয়া উচিত স্বচ্ছ ও স্বাভাবিক।

বাংলাদেশের পক্ষে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনও বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি অযথা তর্ক সময়ের অপচয় বলে আমি মনে করি। একইসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে। তাহলে যারা সরকারে আছেন তাদের আরও অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত বলেও আমি মনে করি।

নির্বাচন নিয়ে বির্তক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির মনে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং জনগণের জন্য রাজনীতি। তাই আমরা যে কোনও মূল্যে দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চাই। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতার অন্যতম প্রধান হাতিয়ার। নির্বাচন নিয়ে বির্তক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত-পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা।

অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মতো সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষে বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন—এতদিনেও সরকার কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। জনগণের ওপর কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন কেন বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। এমন পরিস্থিতিতে জনগণের মনে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক। তাহলে কী সরকারের কেউ-কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী। নাকি সরকার পারছে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা থাকার পরও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মাড়িয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তুমি-আমি একই রয়ে গেছি। এখনও কোর্টে যাই, হাজিরা দিতে হয়। এর থেকে পরিত্রাণ পাইনি। তাই আন্দোলন করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হলে দুঃখ পাবো না।

শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সেলিমা রহমান প্রমুখ।

Header Ad
Header Ad

রয়্যাল এনফিল্ড কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ কিশোরের!

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল না কিনে দেওয়ায় অভিমানে শাফিন মণ্ডল (১৭) নামে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পোড়াদহ থেকে গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দেয় শাফিন।

শাফিন মণ্ডল হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের ট্রাকচালক মিলন মণ্ডলের একমাত্র ছেলে এবং এ বছর স্থানীয় মৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ছয় মাস আগে তার বাবা শাফিনের জন্য একটি নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেন। কিন্তু সম্প্রতি শাফিন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাবি জানায়। বাবা তার এই দাবি পূরণে রাজি না হওয়ায় শাফিন অভিমানে এমন চরম সিদ্ধান্ত নেয়।

শাফিনের প্রতিবেশী আমিরুল ইসলাম জানান, পরিবারের একমাত্র সন্তান হওয়ায় শাফিনের অনেক আবদার মেনে নেওয়া হতো। তবে এবারের দাবি পূরণে বাবা অস্বীকৃতি জানান। এরপরই এই মর্মান্তিক ঘটনার জন্ম হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া ফেলেছে। অভিভাবক এবং বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের আবেগ ও মনস্তাত্ত্বিক চাপের ব্যাপারে আরও যত্নশীল হওয়া প্রয়োজন।

Header Ad
Header Ad

রংপুরের টানা দ্বিতীয় হার, রাজশাহীর নাটকীয় জয়

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় হারের মুখ দেখলো রংপুর রাইডার্স। বিপিএলের ৩৪তম ম্যাচে রাজশাহী দলের কাছে ২ রানের রোমাঞ্চকর পরাজয় সয়ে নিতে হলো তাদের। বিদেশী খেলোয়াড়বিহীন রাজশাহী দলের সংগ্রহ ছিল মাত্র ১১৯ রান, যা একসময় অপর্যাপ্ত মনে হলেও তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচটি নাটকীয়ভাবে জিতে নেয় তারা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই রংপুর ব্যাটাররা চাপে পড়ে যায়। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই স্টিভেন টেলর আউট হন। এরপর সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান এবং অধিনায়ক নুরুল হাসান সোহানসহ গুরুত্বপূর্ণ উইকেটগুলো হারিয়ে ৭ উইকেটেই মাত্র ৪৯ রান তোলে রংপুর।

ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহের মতো অভিজ্ঞ ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন শেষ পর্যন্ত লড়ে যান। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। সাইফউদ্দিন ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেও দলের পরাজয় এড়াতে পারেননি।

রাজশাহী দলের ব্যাটিং লাইনআপও ধুঁকছিল। পাওয়ার প্লেতে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের শুরুর ব্যাটাররা ব্যর্থ হলেও আকবর আলি (১৯) এবং সানজামুল ইসলামের (২৮*) কার্যকর ইনিংস দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয়।

তাসকিন আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী দারুণভাবে ম্যাচে ফিরে আসে। রংপুরের ব্যাটিং ধসের মূল কারিগর মৃত্যুঞ্জয়, যিনি ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে, রংপুরের খুশদিল শাহ বল হাতে ১৯ রানে ৩ উইকেট নিলেও ব্যাট হাতে তার ব্যর্থতা দলের জন্য চরম হতাশা হয়ে দাঁড়ায়।

সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী: ২০ ওভারে ৯ উইকেটে ১১৯।
রংপুর: ২০ ওভারে ৮ উইকেটে ১১৭।

রাজশাহীর এই জয় দলটির জন্য অনুপ্রেরণামূলক হলেও রংপুরের জন্য এটি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

Header Ad
Header Ad

সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই দুটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসনসংখ্যা কমানোর বিষয়ে আলোচনার জন্য তারা ঢাবি উপ-উপাচার্যের (শিক্ষা) কাছে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রুম থেকে বের হয়ে যেতে বলেন। তাদের স্মারকলিপি দেওয়ার ২১ দিন পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই অবরোধের পথ বেছে নিয়েছেন।

৫ দফা দাবি:

শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে উপ-উপাচার্যের ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। দাবিগুলো হলো:
১. ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর করতে হবে।
২. সীমিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তি: শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বজায় রাখা: প্রয়োজন অনুযায়ী শিক্ষক বাড়িয়ে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
৪. ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং চালু: নীতিমালা আরও কঠোর করার দাবি জানানো হয়েছে।
৫. ভর্তি ফির স্বচ্ছতা: মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখার ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে আন্দোলনের ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রয়্যাল এনফিল্ড কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ কিশোরের!
রংপুরের টানা দ্বিতীয় হার, রাজশাহীর নাটকীয় জয়
সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা
আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব
পুলিশের সংখ্যা পর্যাপ্ত, কিন্তু মনোবলের ঘাটতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট
মালয়েশিয়া-থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশি রোগীরা, কলকাতার হাসপাতাল ব্যবসায় ধস
২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়
বেতন-ভাতায় না পোষালে অন্য পেশায় চলে যান: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির ৩০ শিক্ষার্থী
নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়: মেজর হাফিজ
পদ্মশ্রী পাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং
‘মাকে খুশি করতে’ শিক্ষার্থী সেজে রাবিতে ক্লাস, চার মাস পর আটক
আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিলেন ডোনাল্ড লু
ভারতের প্রজাতন্ত্র দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
মিলছে না আঙুলের ছাপ, সাইফের হামলাকারী বাংলাদেশি শরিফুল নন!
ক্ষমতায় বসেই ট্রাম্পের ঘোষণা: গাজা পুরোপুরি ‘সাফ’ করতে চাই
সিলেটকে বিদায় করে প্লে-অফে বরিশাল
এবার যুক্তরাজ্যের এমপি পদ হারানোর শঙ্কায় টিউলিপ
বাংলাদেশের উন্নয়নের বন্ধু চীন: জামায়াত আমির