ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে "March for Justice" শীর্ষক একটি মিছিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের সহচর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন এবং দলীয় নেতাকর্মীসহ ছাত্রসমাজকে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে "March for Justice" কর্মসূচি পালিত হয়েছিল। সেই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও গণগ্রেপ্তারের মুখে আন্দোলন ছত্রভঙ্গ হয়। এবারও ছাত্রদল সেই দাবিগুলো পুনরুজ্জীবিত করে সুষ্ঠু বিচার ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে।