কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। তিনি লিখেছেন, "আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবহন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।"
তারেক রহমান আরও বলেন, "আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।"
প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) লন্ডনে যান বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা শুরু হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালের জুলাইয়ে সর্বশেষ লন্ডন সফর করেছিলেন। এরপর দীর্ঘ সাত বছর পর এবার তিনি বিদেশ সফর করলেন। তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।