আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
দীর্ঘ যাত্রার পর লন্ডনের হাসপাতালে প্রথম রাত বেশ ভালোভাবেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার লন্ডন ক্লিনিকের কেবিনে তাঁর সঙ্গে রাত কাটান বড় নাতনি, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দিনটি মূলত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে কাটে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লন্ডন, বাংলাদেশ এবং আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবে।
সূত্র জানিয়েছে, আপাতত বেগম জিয়াকে কিছুদিন লন্ডন ক্লিনিকেই থাকতে হবে। সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে উপস্থিত থেকে মায়ের সব পরীক্ষা-নিরীক্ষা তত্ত্বাবধান করেন। ড. প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠক করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
তাঁর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসার সমন্বয় করছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। তবে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং দুই পুত্রবধূ ও নাতি-নাতনির সান্নিধ্যে আছেন।
যুক্তরাজ্যে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর আহমেদ হাসপাতালে ভিজিটিং আওয়ারে তাঁর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এখনো চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।