শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ যাত্রার পর লন্ডনের হাসপাতালে প্রথম রাত বেশ ভালোভাবেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার লন্ডন ক্লিনিকের কেবিনে তাঁর সঙ্গে রাত কাটান বড় নাতনি, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দিনটি মূলত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে কাটে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লন্ডন, বাংলাদেশ এবং আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবে।

সূত্র জানিয়েছে, আপাতত বেগম জিয়াকে কিছুদিন লন্ডন ক্লিনিকেই থাকতে হবে। সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে উপস্থিত থেকে মায়ের সব পরীক্ষা-নিরীক্ষা তত্ত্বাবধান করেন। ড. প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠক করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

তাঁর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসার সমন্বয় করছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। তবে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং দুই পুত্রবধূ ও নাতি-নাতনির সান্নিধ্যে আছেন।

যুক্তরাজ্যে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর আহমেদ হাসপাতালে ভিজিটিং আওয়ারে তাঁর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এখনো চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Header Ad
Header Ad

দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এক আত্মীয়, টিউলিপ সিদ্দিকের চাচি শাহীন সিদ্দিক, ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্নীতির শঙ্কায় মাল্টার কর্তৃপক্ষ তার নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করে।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শাহীন সিদ্দিকের পরিবার অর্থপাচার, দুর্নীতি, জালিয়াতি এবং ঘুষ নেওয়ার অভিযোগে জড়িত বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ কারণেই মাল্টা তাদের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করে।

শাহীন সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। ২০১৩ এবং ২০১৫ সালে তিনি মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। মাল্টায় নাগরিকত্বের বিনিময়ে বিনিয়োগ কর্মসূচি পরিচালনাকারী প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তার আবেদন প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ ছিল, শাহীন এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত যা ঢাকায় অবৈধভাবে মূল্যবান সরকারি জমি দখলের সঙ্গে জড়িত।

হেনলির নথিপত্র থেকে জানা যায়, শাহীন ২০১৩ সালের নাগরিকত্ব আবেদনে তার কোম্পানি "প্রচ্ছায়া"তে তার পদ উল্লেখ করেছিলেন। অথচ প্রতিষ্ঠানটি ২০১২ সালেই ঢাকার জমি দখলের অভিযোগে অভিযুক্ত হয়। একইসঙ্গে শাহীন তার মেয়ে বুশরার সঙ্গে যৌথভাবে মাল্টার পাসপোর্টের জন্য ২০১৫ সালে আবার আবেদন করেন। এতে উল্লেখ ছিল, নাগরিকত্বের জন্য ৬৫০,০০০ ইউরো এবং ৭০,০০০ ইউরো ফি পরিশোধ করতে হবে।

শাহীন কুয়ালালামপুরের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদানের নিশ্চয়তা দেন, যেখানে প্রায় ২.৭৬ মিলিয়ন ডলার জমা ছিল। কিন্তু এ অর্থের সুনির্দিষ্ট উৎস উল্লেখ করা হয়নি। বাংলাদেশের মুদ্রা আইন অনুসারে একজন নাগরিক বছরে সর্বোচ্চ ১২,০০০ ডলার দেশে বাইরে নিতে পারেন। ফলে এত বিপুল অর্থ কীভাবে পাচার হলো, তা নিয়ে প্রশ্ন উঠে।

এদিকে, শেখ হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। টিউলিপ বিনামূল্যে দুটি ফ্ল্যাট গ্রহণ করেছিলেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় লেবার পার্টির মন্ত্রী হিসেবে তার পদত্যাগের দাবি উঠেছে।

অপরদিকে, তারিক আহমেদ সিদ্দিক এবং তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ২০১৯ সালের মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় তাদের লেনদেন এবং লকার ব্যবহার স্থগিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সরকারের পক্ষ থেকে অভিযান চলছে।

এই ঘটনার মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের দুর্নীতি আন্তর্জাতিক পর্যায়েও বিতর্কিত হয়ে উঠেছে। বিষয়টি বাংলাদেশসহ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের

ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দানানল। তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে কারাবন্দিরাও আগুন নেভাতে কাজ করছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর)।

সিডিসিআর জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত ৩৯৫ জন কারাবন্দি আগুন নেভানোর চেষ্টা করছেন। সাধারণ ফায়ার ফাইটাররা আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর কাজ করলেও; কারাবন্দি ফায়ার ফাইটাররা মূলত হাত দিয়ে কাজ করে। আগুন যেন না ছড়ায় সেজন্য গাজ ও লতাপাতাগুলো সরায় তারা। এতে করে সাধারণ ফায়ার ফাইটারদের তুলনায় তারা চার গুণ বেশি আহত হয়।

সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত পাঁচটি এলাকায় দাবানল সক্রিয় আছে। এখান থেকে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। দাবানলে এখন অন্তত পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এদিকে লস অ্যাঞ্জেলেসের সব স্কুল আজ শুক্রবার বন্ধ করে দেয়া হয়েছে। আগামীকাল শনিবারও স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান ক্রিস্টিন এম ক্রাউলি বলেছেন, ‘আমাদের অগ্নিনির্বাপণকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে তারা হাল ছাড়বেন না।’

চলমান দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতিসাধন করা দাবানল আখ্যা দিয়েছে অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার। আর, ইউসিএলএ-এর জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন মনে করেন এটি ইতিহাসের সবচেয়ে পরিবেশ ক্ষতিকর না হলেও আর্থিক ক্ষতির দাবানল।

Header Ad
Header Ad

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

আগুন জ্বালিয়ে শীত থেকে স্বস্তি নেওয়ার চেষ্টা। ছবি: ঢাকাপ্রকাশ

মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ার কারণে তীব্র শীতে কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীত ও শৈত্য প্রবাহের প্রভাবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০%। এর আগে, আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রী সেলসিয়াস।

গতকাল (৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রী সেলসিয়াস, আর সকাল ৬টায় এটি ১০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছিল। এই ধারায় তাপমাত্রা কমতেই থাকবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।

তীব্র শীত ও ঠান্ডা বাতাসে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছে। তবে সকালে সূর্যের আলো কিছুটা উষ্ণতা ছড়ালেও, উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। বহু মানুষ খড়কুটার আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

খেটে খাওয়া মানুষরা গায়ে গরম কাপড় জড়িয়ে, কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন। এদিকে, জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা শীতবস্ত্র বিতরণ করছে, তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা একই রকম থাকতে পারে। উত্তরের হিমালয় থেকে আসা হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু