হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দুই পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে ভারত কর্তৃক তার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পর কীভাবে ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে?" অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর আবেদন করা হলেও ভারত তাকে দেশে ফেরত না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বৃদ্ধি করে তাকে পুরস্কৃত করেছে বলে দাবি করেন তিনি।
দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী শেখ হাসিনার শাসনামল ও তার রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে লাশের রাজনীতি চালু ছিল এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার ছাত্রলীগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে বিরোধী দলের কেউ রাজনীতি করতে পারত না।
শেখ হাসিনার শাসনব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "তিনি এদেশকে একটি ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত করেছিলেন। জনগণের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন ও ভোটকে মূল্য দেননি।" এছাড়া, রিজভী অভিযোগ করেন যে শেখ হাসিনা তার শাসনকালকে "নতুন বাকশাল" আঙ্গিকে সাজিয়েছিলেন এবং তার বাবার পথে হেঁটে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন।
রিজভী তার বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককেও সমালোচনা করেন। শেখ হাসিনা বাংলার মাটিতে টিকে থাকতে পারেননি এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।