বিএনপির নামে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: এডভোকেট আহমেদ আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান সতর্ক বার্তা দিয়ে বলেছেন, বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা প্রশাসনিক তদবিরে লিপ্ত হয়, তাহলে তা সহ্য করা হবে না।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "বিএনপির কেউ দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে বা ইউএনও অফিস বা থানায় তদবির করতে গেলে আমাকে রিপোর্ট করুন। আমি শুধু ব্যবস্থা নেব না, আইনগত পদক্ষেপ গ্রহণ করব।"
তিনি আরও যোগ করেন, "আগামী দিনের রাজনীতি হবে মেধা ও দক্ষতার ভিত্তিতে। সন্ত্রাসী বা দখলদার রাজনীতি চলবে না।"
সখীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মো. একাব্বর হোসেন।
অন্য বক্তারা ছিলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল।
এডভোকেট আহমেদ আযম খান সন্ত্রাস ও দখলদার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী দিনের রাজনীতি হবে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত।”
এ বক্তব্যের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতারা দলে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।