সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান
রংপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা সংক্রান্ত এক কর্মশালায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা তা করতে পারবে না।" তিনি জানান, দেশ পুনর্গঠনের জন্য সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। এজন্য তিনি জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন এবং আন্দোলনরত সব দলের সমন্বয়ে একটি সরকার গঠন করার কথা বলেন যাতে মতামত প্রকাশ এবং কাজ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকে।
তারেক রহমান রোববার (৮ ডিসেম্বর) রংপুরে বিএনপির ৩১ দফা সংক্রান্ত একটি কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ কর্মশালায় রাষ্ট্রীয় কাঠামো মেরামত এবং জনসম্পৃক্তি বিষয়ে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, বিএনপির একক আন্দোলন সফল না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা সফল হয়েছিল। তিনি উল্লেখ করেন, "স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করার জন্য লাখো কোটি মানুষের মিলিত প্রচেষ্টা ছিল। সেভাবে দেশ পুনর্গঠনের জন্যও ঐক্যবদ্ধ হতে হবে।"
তারেক রহমান বলেন, "বিএনপি একা দেশ গড়তে পারবে না, দেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধতা প্রয়োজন।" তিনি বলেন, যে সকল মানুষ রাজনীতিতে জড়িত নয়, তাদের মতামত গ্রহণ এবং তাদের ভূমিকা রাখতে সুযোগ দেওয়া উচিত।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে, এবং বিএনপি ক্ষমতায় আসলে এর সমাধান করবে।
শিক্ষা ও উন্নয়নে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি ছাড়াবে, এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে অবকাঠামো উন্নয়ন করা হবে এবং শহীদদের স্মরণে গণঅভ্যুত্থান স্থাপনা হবে।
এই কর্মশালায় রংপুর বিভাগের ১০ জেলা থেকে নেতারা অংশ নেন এবং ৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।