মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অনেককে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল সরকার: ফখরুল

ছবি: সংগৃহীত

সরকার অনেককে ডিঙিয়েই আজিজ আহমেদকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত। নয়জনকে স্যাংশন দিয়েছে বেনজীরসহ। এই হচ্ছে সরকারের অবস্থা। সাবেক সেনাপ্রধান আজিজকে অনেককে ডিঙিয়ে সেনাপ্রধান করা হয়েছে। তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবুও তাকে এই আর্মির চিফ করা হয়েছিল। আর তাদের (আজিজ, বেনজীর) যে কাজ তা তারা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল।’

মহাসচিব বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটা কথা বলেছেন। তিনি বলেছে, সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজকে আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশী) কেন এটা চাইছে আর কেনইবা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করছেন সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন।’

তিনি বলেন, ‘সরকার একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মাসাদ তৈরি করছে। কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারা বিরোধী কথা বলে, তাদেরকে তুলে নিয়ে যায়। তাদেরকে সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।’

এতে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

Header Ad

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জন নেতাকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর সঙ্গে দলটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছরের ব্যবধানে এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া নিয়মিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতেন। তবে, কারাবাসে থাকার সময় দলটির পক্ষ থেকে প্রতিনিধি দল এসব অনুষ্ঠানে অংশ নিত।

তবে গত দুই-তিন বছরে বিএনপি সশস্ত্র বাহিনী দিবসের কোনো আয়োজনে অংশ নেয়নি বলে জানিয়েছে দলটির সংশ্লিষ্ট সূত্র। এবারের আমন্ত্রণকে দলের নেতারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলেও মনে করছেন।

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Header Ad

এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক ইয়াছির আরাফাতের সই করা তলবি চিঠিতে তাদের আগামী ২০ ও ২১ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। সোমবার সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এ ছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলী রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তার ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে।

তলবি চিঠিতে ২০ নভেম্বর যাদের তলব করা হয়েছে- বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, ছলিমা বেগম, উপ-পরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী।

অন্যদিকে ২১ নভেম্বর যাদের তলব করা হয়েছে- বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মু: আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান ও মো. আব্দুর রউফ, উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মো. সরোয়ার হোসাইন।

একই ঘটনায় এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি।

অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ অন্যরা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে।
এর আগে গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক।

Header Ad

প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা

ছবি: সংগৃহীত

কথায় বলে প্রেমের খবর নাকি চাপা থাকে না, বাতাসে ভাসে। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিলের জীবনজুড়ে এখন শুধুই সৌরসেনী! বছর খানেক ধরেই চলছিল এই ফিসফিসানি। টলিপাড়ার বাতাসে গুঞ্জন নিখিলেই মজেছেন সৌরসেনী। নিখিলের জন্মদিনে সেই গুঞ্জনের হাওয়া ফের গরম! মনের কথা সামাজিক মাধ্যমে লিখলেন সৌরসেনী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চর্চিত প্রেমিকা সৌরসেনী মৈত্রের জন্মদিনে একটি বিশেষ পোস্ট করেছেন নিখিল। আর এতেই নিখিল-সৌরসেনী নিয়ে আলোচনা তুঙ্গে। তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি, পার্টি থেকে শুরু করে যেকোনো উৎসব একসঙ্গেই কাটান তারা। এবার ইন্সটাগ্রামে অন্তরঙ্গ ছবি পোস্ট করে সেই গুঞ্জনেই যেন সিলমোহর দিলেন অভিনেত্রী নুসরাতের প্রাক্তন স্বামী।

গেল ১৩ এপ্রিল ছিল সৌরসেনী মৈত্রের জন্মদিন। এদিন সৌরসেনীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিখিল। একই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে রিশেয়ার করেছেন সৌরসেনী। গত বছরও সৌরসেনীর জন্মদিনে একটি বিশেষ পোস্ট করেছিলেন নুসরাতের প্রাক্তন।

জানা যায়, নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মডেল সৌরসেনী। পুরুষ মডেল নিখিল নিজেই। এমনকি, ব্র্যান্ডের প্রচারের জন্য বর-কনে বেশে সবার সামনেও এসেছিলেনি এই জুটি। সে সময় শুটের জন্য বারাণসী গিয়েছিলেন দুজন। শোনা যায়, সেখানে একান্তে নিখিল-সৌরসেনীর সম্পর্ক আরও গভীর হয়েছে।

২০১৯ সালের ১৯ জুন বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরাত জাহান। তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। নিখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় তৃণমূলের সংসদ সদস্য নুসরাতকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২০০ টাকা
শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগে ফ্যাসিষ্ট হয়েছিলেন: মির্জা ফখরুল
ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র কিরণ আটক
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ
আজ বিশ্ব পুরুষ দিবস, প্রিয় পুরুষকে দিতে পারেন উপহার