হাসিনার পদত্যাগেই চলমান সংকটের সমাধান: গয়েশ্বর
শেখ হাসিনার পদত্যাগই চলমান সংকট সমাধানের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
ঢাকাস্থ ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা হাসিনা। শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ পুলিশ বাধা, র্যাব বাধা, প্রশাসনের সব লোক বাধা। আজকে শেখ হাসিনা ক্ষমতায় নাই কালকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে রাত্রে কেন্দ্রে যাবে না……প্রশাসনও জনগণের খাদেম হিসেবে কাজ করবে। সেই কারণেই আমরা বলছি যে, শেখ হাসিনার পদত্যাগ হলো আগামী নির্বাচনে সুষ্ঠু অবাধ নির্বাচনের পূর্বশর্ত। এই পূর্বশর্ত পূরণ হলে আমাদের সব শর্তই পূরণ হবে। খালেদা জিয়া মুক্তি লাভ করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সব নেতা-কর্মী মুক্তি লাভ করবে। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে বাংলাদেশে জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে।’
গয়েশ্বর বলেন, ‘আবারও বলছি, আলাদা আলাদা মুক্তি চেয়ে আমাদের লাভ হয় না। আলাদা আলাদা মুক্তি না চেয়ে এক কথা, এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি।’
তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রকে মুক্ত করি, আমরা গণতন্ত্রকে মুক্ত করে দেশের এই ফ্যাসিবাদের হাত থেকে দেশটাকে মুক্ত করি। সেজন্য আমাদের আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। আমাদের সংগ্রাম করতে হবে। এটাই আমাদের প্রত্যয় হোক।’
আদালতের কাছে ন্যায় বিচার চেয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা শুধু আদালত বা বিচার বিভাগের সামনে একটা কথা বলতে চাই, আমরা জাস্টিস চাই। আমরা কোনো কৃপা চাই না, আমরা করুণা চাই না। আমরা জাস্টিস পাই নাই।’
তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জাস্টিস চেয়েছিলেন। তিনি জাস্টিস পান নাই। তিনি ইনজাস্টিস পেয়েছেন, তিনি বিচার পান নাই। আমাদের নেত্রী অবিচারের সম্মুখীন হয়ে আছেন। এই ধরনের মামলায় বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া ব্যতিরেখে এমন কোনো ব্যক্তি নাই যারা জামিন লাভ করে নাই।’
গয়েশ্বর বলেন, ‘আর আমরা মুক্তি চাইব না। আমরা মুক্ত করব গণতন্ত্র, আমরা মুক্ত করব গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে, আমরা মুক্ত করব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আমরা মুক্ত করব মির্জা আব্বাসকে।’
তিনি বলেন, এই গণতন্ত্রের লড়াইয়ে যদি আমরা সফল হতে পারি বাংলাদেশ মুক্ত হবে, সব নেতা-কর্মী মুক্ত হবে, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারব।
মানববন্ধনে বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কাজী আবুল বাশার, আনিসুর রহমান তালুকদার খোকন, ফরহাদ হোসেন আজাদ, আমিরুজ্জামান শিমুল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওমর ফারুক শাফিন, শাহজাহান মিয়া সম্রাট, কামাল আনোয়ার আহমেদ, নিশান রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ঢাকাস্থ ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সোহেল রানা মানববন্ধনে সভাপতিত্ব করেন।
এমএইচ/আরএ/