নারী-পুরুষ নির্বিশেষে সমতার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, "নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।"
আজ শুক্রবার (৩ জানুয়ারি) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের সন্তানদের এমনভাবে শিক্ষিত করতে হবে, যেন তারা শিক্ষাজীবন শেষ করার আগেই কর্মসংস্থানের সুযোগ পায়। কোনো মামা-খালুর পেছনে চাকরির জন্য দৌড়াতে না হয়। এ দায়িত্ব জামায়াতে ইসলামী পালন করবে।"
তিনি আরও বলেন, "আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সাম্য, মানবিক গুণাবলি, দেশপ্রেম এবং মমত্ববোধ থাকবে। আগামীর বাংলাদেশ হবে সাম্যের প্রতীক। তবে এজন্য লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হতে পারব।"
তিনি অতীত সরকারগুলোর সমালোচনা করে বলেন, "গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে দেশে খুন, গুম এবং গণহত্যার ঘটনা ঘটেছে। ২০০৬ সালের লগি-বইঠার তাণ্ডবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর নাচা হয়েছে।’"
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনসহ অনেকে।