বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন- ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’—তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, রিজভী তার বক্তব্যে জামায়াতের দিকে ইঙ্গিত করে ‘রগ কাটা’, ‘ঘোলা পানিতে মাছ শিকার’ এবং ‘একাত্তরের বিরোধিতাকারী’ এমন কিছু অভিযোগ করেছেন, যা জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এসব ভিত্তিহীন কথা বলে রিজভী কী অর্জন করতে চান? জামায়াত কখনোই রগ কাটার রাজনীতি করেনি, বরং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই করেছে।

রিজভীর বক্তব্যের জবাবে রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামায়াতের বিরুদ্ধে ‘মোনাফেকি’ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং যারা ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের আদর্শের সাথে আপস করেছে, তাদেরই আত্মসমালোচনা করা উচিত।”

তিনি আরও বলেন, “রিজভীর বক্তব্যে ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। জনগণ জানে, কারা দলীয় টিম নিয়ে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছে।”

বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, জামায়াতে ইসলামী কখনো ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে সমর্থন করেনি বরং এর বিরুদ্ধে সবসময় আপসহীন অবস্থান নিয়েছে। তিনি রিজভীর মন্তব্যকে গাত্রদাহের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন এবং বিভ্রান্তিমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান।

Header Ad
Header Ad

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৫ সালে ব্যস্ত সময় পার করবে। ২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। পুরুষ ও নারী দলকে ঘিরে পরিকল্পনা সাজানো হয়েছে ব্যস্ত সূচি নিয়ে। এ বছর বাংলাদেশ খেলবে নানা ফরম্যাটে, বিশেষ করে ওয়ানডে ম্যাচের আধিক্য লক্ষণীয়। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও এই বছরে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে।

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি-মার্চ: চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)

প্রতিপক্ষ ২০ ফেব্রুয়ারি ভারত

২৪ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ড

২৭ ফেব্রুয়ারি, পাকিস্তান

গ্রুপ পর্ব পার হলে বাংলাদেশ সেমিফাইনাল এবং ফাইনালে খেলার সুযোগ পাবে।

মার্চ-এপ্রিল: জিম্বাবুয়ের বিপক্ষে (হোম)

যেখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

মে: পাকিস্তানের বিপক্ষে (অ্যাওয়ে)

যেখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

জুন-জুলাই: শ্রীলঙ্কার বিপক্ষে (অ্যাওয়ে)

এখানে রয়েছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ।

আগস্ট: ভারতের বিপক্ষে (হোম)

এখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

সেপ্টেম্বর: এশিয়া কাপ

অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (হোম)

এখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

নভেম্বর-ডিসেম্বর: আয়ারল্যান্ডের বিপক্ষে

২ টেস্ট, ৩ ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

 

ছবি: সংগৃহীত

নারী দলের নির্ধারিত সূচি

জানুয়ারি : বছরের শুরুতে বাংলাদেশ নারী দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আগস্ট-সেপ্টেম্বর : এই সময়ে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নারী দল কোয়ালিফিকেশন পেলে এই টুর্নামেন্টে অংশ নেবে।

ডিসেম্বর : নারী দলের ভারত সফর। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা।

 

ভবিষ্যতের সম্ভাবনা

উল্লিখিত সূচি ছাড়াও, দ্বিপাক্ষিক আলোচনা এবং নতুন চুক্তির ভিত্তিতে আরও সিরিজ যুক্ত হতে পারে। বিসিবি বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে।

২০২৫ সালের সূচি বেশ ব্যস্ত এবং চ্যালেঞ্জিং। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে ভালো পারফরম্যান্স টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে। এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে বেশি ম্যাচ থাকায় বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এটি ইতিবাচক।

নারী দলের জন্য কোয়ালিফিকেশন পর্ব সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জন করতে হলে পরিকল্পনা ও প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দিতে হবে।
নতুন বছরের সূচি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এনে দিচ্ছে অনেক প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং রোমাঞ্চ।

Header Ad
Header Ad

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান ছিল এক সময়ের পাওয়ার কাপল। হৃতিক-সুজানের সংসারজীবন ছিল ১৪ বছরের। ১০ বছর আগেই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। তবে দু’জনের পথচলা ভিন্ন হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়েনি এখনো।

বিচ্ছেদের পর নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। দু’জনের জীবনেই এসেছে নতুন মানুষ, তবুও প্রাক্তনের প্রতি অদৃশ্য টান যেন রয়েই গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

হৃতিক প্রেম করছেন মডেল সাবার সঙ্গে। অন্যদিকে সুজান সম্পর্কে জড়িয়েছেন আরসালানের সাথে। এই চারজনের সম্পর্কের বোঝাপড়া দেখলে ভক্তরাও প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে।

এমনকি ২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে দেখা মিলল হৃতিকের। দুবাইতে কাছের মানুষদের নিয়ে ছুটির মৌসুম উপভোগ করছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান তার প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে অভিনেতাকে।

সোমবার সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক, ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে নার্গিস ফাখরি এবং তার চর্চিত প্রেমিক টনি বেগকেও দেখা গেছে। উদয় চোপড়া ও নার্গিস ফাখরিও পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এই দু’জনকেও সেখানে দেখা গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

একসঙ্গে প্রেমিক জুটিদের দেখে নেটিজেনরা মন্তব্যে করেছেন, ‘উদয় এবং নার্গিসকে একই ট্রিপে দেখে সবচেয়ে অবাক হয়েছি। প্রাক্তনদের পুনর্মিলন’। হৃতিক-সুজানকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের মধ্যে একটি পরিপক্ক সম্পর্ক রয়েছে। দুই সন্তানের বাবা-মা তারা, সেটা ওদের জন্য মঙ্গল’।

হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। হৃতিকের প্রাক্তন ও বর্তমানের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। আদর করে সুজান সাবাকে ‘সাবু’ বলে ডাকেন। ওদিকে সাবা প্রেমিকের প্রাক্তন স্ত্রীকে ‘সুজ’ বলে সম্বোধন করেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে। চারজনেই এখন চুটিয়ে প্রেম করছেন।

Header Ad
Header Ad

ফেসবুক ব্লু ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন

ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমও হচ্ছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে ব্যবসাবাণিজ্য (এফ-কমার্স) ও শিক্ষার (এফ লার্নিং) মতো গুরুত্বপূর্ণ কাজেও এখন নিয়মিত ব্যবহার করা হচ্ছে ফেসবুক।

ফেসবুক প্রোফাইলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তাই আজ অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন। ফেসবুক ভেরিফিকেশনের জন্য কী কী প্রয়োজন তাই নিয়ে আজকের এই আলোচনা।

ফেসবুক ভেরিফিকেশন বা ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন

ফেসবুক প্ল্যাটফর্মের নীতিমালা অনুসরণ ও মেনে চলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হয় ফেসবুক ভেরিফিকেশন বা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য। বিবেচ্য বিষয়গুলো হলো:

অথেনটিক: প্রোফাইল ভেরিফিকেশনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ব্যবহারকারীর রিয়েল আইডেনটিটি বা পরিচয় থাকা। অর্থাৎ, আপনি অন্য কারো নামে আইডি খুলে সেটা ভেরিফিকেশন করাতে পারবেন না। ফেইড আইডি দিয়ে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার কোনো সুযোগ নেই।

ইউনিক: ব্যক্তির বা প্রতিষ্ঠানের পেজ বা প্রোফাইল যা-ই হোক না কেন অবশ্যই সেটা অদ্বিতীয় হতে হবে। অর্থাৎ একই ব্যক্তির নামে দুটি প্রোফাইল বা পেজ, কিংবা একই ব্যবসা প্রতিষ্ঠানের দুটি পেজ একসাথে ভেরিফাই করা সম্ভব নয়। একমাত্র ব্যতিক্রম হতে পারে নির্দিষ্ট ভাষার (ল্যাংগুয়েজ স্পেসিফিক) পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে। এছাড়া জেনারেল ইন্টারেস্ট পেজ বা প্রোফাইল ভেরিফিকেশন করে না ফেসবুক।

কমপ্লিট: যে পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করতে চান সেটি অবশ্যই কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ প্রতিটি সেকশনে তথ্য দিতে হবে। অ্যাবাউট সেকশনে তথ্য থাকতে হবে, ব্যবহার করতে হবে প্রোফাইল ফটো এবং সাম্প্রতিক কার্যাবলীর অংশ হিসেবে অন্তত একটি পোস্ট থাকতে হবে এই প্রোফাইল বা পেজটিতে।

নোটেবল: প্রোফাইলটি বা পেজটি অবশ্যই সুপরিচিত হতে হবে। অর্থাৎ, এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্র্যান্ড হতে হবে যাদের সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। সাধারণ মানুষ যাদের সম্পর্কে জানতে সার্চ করে থাকে। অর্থাৎ, উল্লেখযোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ড হলে প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন অনেক সহজে হয়ে যায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি
দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী
ফেসবুক ব্লু ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন
বেক্সিমকোর ৩ কোম্পানিতে ২৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর কারণ যা জানা গেল
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত
গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ  
‘আজ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি’  
৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ওমরাহ পালন করছেন অহনা রহমান, জানালেন নতুন বছরের শুভেচ্ছা
এবার দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণে কোনো উদযাপন হয়নি  
২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আ.লীগ নেতাদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর
ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র
২০২৫ সালে বাংলাদেশ ফুটবলের সময় সময়সূচি
সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার: সেনাপ্রধান
বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে শুরু ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান