বি. চৌধুরী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য গভীর শোক প্রকাশ করেছেন
ভারতীয় বাংলা গানের কিংবদন্তী শিল্পী, টালিগঞ্জের দীর্ঘকালের সবচেয়ে বড় নারী কন্ঠের প্লেব্যাক সিঙ্গার ও মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর বেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী এবং তার রাজনৈতিক দল বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব ও প্রখ্যাত শিল্প উদ্যোক্তা মেজর (অব.) আবদুল মান্নান এমপি।
বাংলাদেশের অন্যতম প্রধান পার্লামেন্টেরিয়ান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী তার বেদনায় কাতর শোকবাণীতে ভারতবর্ষের অন্যতম প্রধান গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে দু:খ প্রকাশ করে বলেছেন, ‘কিংবদন্তী এই সঙ্গীত শিল্পী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়ার পাশাপাশি ভারতজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতেও বিশাল অবদান রেখেছিলেন।’
ডা. বি. চৌধুরী নামে খ্যাত এই প্রাজ্ঞ রাজনীতিবিদ আরো বলেছেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ তার এক অকৃত্রিম বন্ধুকে চিরকালের জন্য হারালো।’
বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেছেন, “গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা বাংলা গানের কিংবদন্তী শিল্পীকে হারিয়েছি।”
বাংলাদেশের এই রাজনৈতিক দলের প্রধান দুই নেতা সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন। তারা তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ওএস।