বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে এবং বিচারের আগে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনি এই মন্তব্য করেন।
বিক্ষোভ থেকে গাজায় হামলা ও হত্যাকাণ্ড বন্ধে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান মামুনুল হক। একইসাথে তিনি বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মামুনুল হক বলেন, “বিচারের আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিতে চায় না দেশের মানুষ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের রক্তের ওপর দিয়ে যেতে হবে।”
