শনিবার, ২২ মার্চ ২০২৫ | ৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

যুবদল পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে যে নাম্বারে যোগাযোগ করবেন  

ছবিঃ সংগৃহীত

যুবদল পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্য করলে অভিযুক্তকে আটক করে জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে একশ্রেণির দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাত কেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্য কেন্দ্র জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতিকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী যুবদলের ইমেজ ক্ষুণ্ন করছে।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনরূপ ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে (নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, ০১৮১৯২৯৫১০৬ এবং মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ দপ্তর সম্পাদক, ০১৭১২০৬১১৯৮) জানানোর জন্য সচেতন জনসাধারণ ও ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আল্টিমেটাম দেন।

কর্মসূচি অনুযায়ী, এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদ মিনারে জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য ও আহতরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে৷

বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করে আহতরা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে ৪৮ ঘণ্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে শহীদ মিনারে তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আহতদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সব উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তাদের গদি থাকবে না। কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

Header Ad
Header Ad

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার মামুদপুর বাজার এলাকা হতে ৬৯ কেজি এবং নজিপুর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার মামুদপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাদক সম্রাট মাতাব্বর হোসেন (৪৮), একই গ্রামের মৃত ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২) ও শম্ভুপুর দক্ষিণপাড়ার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া গ্রামের লিটন পালের ছেলে আনন্দ পাল (২১), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গুমুটিয়া গ্রামের মৃত অজিতদেবের ছেলে অপুদেব (২৯) এবং মাধবপুর বাজারের মৃত অজিত পালের ছেলে রিপন পাল (৩৬)।

শনিবার ২২ মার্চ দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল আটককৃতদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনে বহনকালে ১১৯ কেজি গাঁজাসহ ৬মাদক ব্যবসায়ীকে ওই এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে। সেই সাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ৮৭ হাজার ৯ শত ১০ টাক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

Header Ad
Header Ad

আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইসিসি থেকে বোলিং করার অনুমতি পাওয়ার পর আইপিএলে অংশগ্রহণের জন্য তোরজোড় শুরু করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

শনিবার (২২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাকিব ইতোমধ্যে তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন।

উল্লেখিত সেই তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই দলগুলোর সঙ্গে যোগাযোগের কারণ হিসেবে বলা হয়েছে, দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল।

ফ্রাঞ্চাইজিগুলোও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন। তবে যেহেতু নিলামে দল পাননি, তাই সাকিবকে অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে আছে। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের
নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার
আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ
২৫৫ পদে নিয়োগ দেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা
বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যানের মৃত্যু
ঈদযাত্রায় গলার কাঁটা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার, যানজটের শঙ্কা
১৬ বছরে ভোটার ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি
কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু
মধ্যরাতে ন্যান্সির বাড়ি ঘেরাও
ঈদ বাজারে জাল নোটের ছড়াছড়ি, জেনে নিন চেনার উপায়
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত
অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব: মির্জা ফখরুল
ফিল্মফেয়ারে ‘ভুল’ ইংরেজি বলে তোপের মুখে শ্রাবন্তী
যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখ অভিবাসীর বৈধতা বাতিল করল ট্রাম্প
মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আর্জেন্টিনা
গাজীপুরে কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
বারিধারায় চলছে বাড়ির সংস্কার, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান    
গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুর    
সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের ঘোষণা সেনাবাহিনীর